ফাইনালে হারলেও আইসিসির ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। রানার্স আপ দলের ৬ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
সাকিব আল হাসান বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছে দুপুরে চলে যান মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।
মেসির মিয়ামির ট্রান্সফারের পর, মেসির সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন সুয়ারেজ। পুরনো বন্ধুর সঙ্গে শেষ সময়টা রাঙাতে, বেতন কর্তন করেও মিয়ামিতে যোগ দিতে উদগ্রীব ছিলেন, এই উরুগুয়েন ফুটবলার। অবশেষে বর্তমান ক্লাব গ্রেমিওর সঙ্গে...
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে রিয়াল-ম্যানইউ ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ইউনাইটেডের আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড গার্নাচোকে নিজের স্বাক্ষর করা জার্সি দেন ভিনিসিয়ুস। সেখানে তিনি লেখেন, ‘ফর মাই ব্রাদার, দ্য ক্র্যাক গার্নাচো।’
মেসির অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ কোচ জেরার্ডো টাটা মার্টিনো। মায়ামির নিয়মিত অধিনায়ক জর্জ ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন দীর্ঘদিন। তার জায়াগাতেই দলের নেতৃত্ব দেবেন মেসি।
তবে বড় আসরে ডাক পেলেই যে তাকে সেখানে খেলতে যেতে হবে, তা কিন্তু নয়। বিসিবি এবং তাসকিনকে বসেই সিদ্ধান্ত নিতে হবে কোথায় তার খেলতে যাওয়া উচিত।
পাপন বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে ....
২২৬ রান তাড়া করতে নেমে জয়ের পথে ছিল ভারত। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ২২৫ রানে অলআউট করে সিরিজ ড্র করে বাংলাদেশ।
বেশ নীরবে মাঠে ফিরলেও দলে সুযোগ পাওয়ার জন্য বদ্ধপরিকর মাহমুদুল্লাহ। ভেরিফাইড ফেসবুক পেইজে তার দেওয়া বার্তাতেই সেই প্রমাণ মিলেছে। নিজের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’
নীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ঘটনা ঘটার সময় ফোন পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কলম্বোর পি সারা ওভালে এ গ্রুপের শেষ ম্যাচে আফগানদের ২১ রানের ব্যবধানে হারিয়েছে জয়-জাকিররা। এ জয়ে আফগানিস্তানের সমান চার পয়েন্ট সংগ্রহ হলেও নেট রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।
ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে খেলবে বাংলাদেশ।
গতকাল বিসিবি নিজেদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত টনির ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। টার্ফ ম্যানেজম্যান্ট নিয়ে ৩৫ বছর ধরে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান।
তিনি নিজের ইচ্ছায় বাংলাদেশ ভ্রমন করতে চেয়েছেন। এমনকি নিশ্চিত হওয়া গিয়েছে আসন্ন জুনেই হয়তো আসবেন তিনি।