রংপুর না দুবাই? দুবাই দুবাই।
হয়তো সাকিব আল হাসানের ভক্তদের কন্ঠে এই স্লোগান শুনলে অবাক হবেন না। কেননা কারণটা এতক্ষণে সবারই জানা।
অবস্থান বদলায় লীগের নাম বদলায় কিন্তু পৃথিবীর যেখানেই ক্রিকেটের বিচরণ, সেখানেই ফেরিওয়ালা হয়ে সাকিব বাংলাদেশের নামটি পৌছে দেয়।
গ্লোবাল সুপারলীগে খেলবেন ঘরের ছেলে সাকিব। তবে দেশের কোনো ফ্রাঞ্চাইজির হয়ে নয়, যেনো ঘরের ছেলে পরের দখলে। দুবাই ক্যাপিটালসের হয়ে বিশ্বের চ্যাম্পিয়ন দলগুলোর লড়াইয়ে মাঠ মাতাবেন বাংলার এই চ্যাম্পিয়ন।
নেই জাতীয় দলে,ইঞ্জুরি, বোলিংয়ে নিষেধাজ্ঞা কতোকিছু। সবকিছু পেড়িয়ে এসেও বিশ্ব ক্রিকেটে এতোটা কদর সাকিবের। ভাবতে অবাক লাগে? লাগতে পারে তবে ব্যপারটা তো সাকিবের জন্য যেনো খুবই প্রত্যৗাশিত। দেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সদের হয়ে খেলার একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিলো। নুরুল হাসান সোহান থেকে শুরু করে টিম মালিক, সবার পজেটিভ ইন্টেন্ট যেনো সাকিবকে রংপুরের জার্সি গায়ে দেখার স্বপ্নটা আরো জোড়ালো করে দিচ্ছিলো। কিন্তু শেষ মুহুর্তে জানা যায় এ যাত্রায় রাইডার শিবিরে ঠাই হচ্ছে না সাবেক এই বিশ্ব সেরা অলরাউন্ডারের। তবে তিনি তো দেশের সবচেয়ে বড়ো ব্র্যান্ড, এখনো বিশ্ব ক্রিকেটের সম্পদ। তিনি জানেন কেমন করে আদায় করে নিতে হয় ভালোবাসা সম্মান।
দেশের জার্সিতে ঠাঁই না হলেও সিপিএল পিএসএল এমনকি টিটেন লিগ গুলোতেও তার নামটা যে সম্মানের সাথেই স্মরন হয়। সুপার সিক্সটি লিজেন্ডস লীগ ইউএসএ তে ডেট্রয়েট ফ্যালকনসে খেলবেন ৯ বাংলাদেশী প্লেয়ার! যেখানে বাংলাদেশের নাম সেখানে জড়িয়ে থাকবে বাংলার প্রাণ ভ্রমরা সাকিব আল হাসান ব্যপারটা তো অনেকটা নিশ্চিত।
দলটির আইকন সাকিব এবং প্রি সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল নাসির হোসেনকে
আর গতকাল ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে রনি তালুকদার নিহাদুজ্জামান, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম, আলামিন হোসেন, মোসাদ্দেক হোসেন এবং এনামুল হক জুনিয়রকে
সাকিব তো এমনি, সমালোচনা করা যায় কিন্তু উপেক্ষা নয়।