যোগ্যতার সম্মান শেষমেশ ঠিকই মিলেছে লিওনেল মেসির। দেশের হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর যে ভালোবাসা আর্জেন্টাইন জনগণ তাকে ফিরিয়ে দিয়েছে, এবার তা আরও একধাপ এগিয়ে গেল। ৩৮তম জন্মদিনে নিজের প্রিয় ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ মেসির নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করে দিল এক অনন্য উপহার!
জন্মদিনে মেসিকে 'নিউয়েল'স গিফট'
গত ২৪ জুন, মেসির জন্মদিনে নিউয়েল ওল্ড বয়েজ ক্লাব এক ঘোষণায় জানায়, তাদের ঘরের মাঠ এস্তাদিও মার্সেলো আলবার্তো বিয়েসলা স্টেডিয়াম–এর একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে "লিওনেল মেসি স্ট্যান্ড" হিসেবে।
উল্লেখ্য, এই স্ট্যান্ডটি গোলপোস্টের পেছনে অবস্থিত এবং দুটি রঙে বিভক্ত—কালো ও লাল, যা ক্লাবের ঐতিহ্যবাহী জার্সির প্রতীক। বিশাল অক্ষরে লেখা হয়েছে “TEN” এবং “LIONEL MESSI”। মাঠে এখন থেকে যারা প্রবেশ করবেন, সেই স্ট্যান্ড থেকে যেন বাজবে অতীতের সোনালী স্মৃতির ধ্বনি।
যেখান থেকে শুরু, সেখানেই ভালোবাসার সিলমোহর
অনেকেই জানেন না, বার্সেলোনায় যাওয়ার আগে মেসির ফুটবল হাতেখড়ি হয়েছিল নিউয়েল ওল্ড বয়েজে। মাত্র ৭ বছর বয়সে ক্লাবের "মেশিন অব এইটি সেভেন" দলের সদস্য ছিলেন তিনি। ওই দলের হয়েই মাত্র ৬ বছরে করেছিলেন ৫০০ এর বেশি গোল!
তবে পরবর্তীতে শারীরিক জটিলতায় চিকিৎসা ব্যয় বহন করতে না পারা ক্লাব ও পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। তখনই মেসির পাশে দাঁড়ায় এফসি বার্সেলোনা, যাদের হাত ধরেই শুরু হয় ইতিহাস গড়ার যাত্রা।