বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেট আইকন সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য হামজা চৌধুরীকে।
সাকিব তার শুভেচ্ছাবার্তায় লেখেন, সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।
সাকিবের এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত হামজা বলেন, সাকিব ভাইকে অনেক ধন্যবাদ। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, তিনি তো আমাদের দেশের একজন লিজেন্ড।
ফুটবলপ্রেমীদের জন্য আরও চমক, ফিফা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের হামজা ও জামাল ভূঁইয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না। পুরো জাতির চোখ এখন কালকের ঐতিহাসিক ম্যাচে।