খেলা

৬ মাস পর মাঠে ফিরে ‘গোল্ডেন ডাক’ সাকিবের

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

সোমবার, ১৯ মে, ২০২৫
৬ মাস পর মাঠে ফিরে ‘গোল্ডেন ডাক’ সাকিবের
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেই ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ইনিংসের ১১তম ওভারে আহমেদ দানিয়েলের স্লোয়ার ডেলিভারিতে ব্যাট না ছুঁইয়েই মিডল স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন তিনি।
শুধু ব্যাটিং নয়, বল হাতেও সাকিব ছিলেন হতাশাজনক। ২ ওভার বোলিং করে ১৮ রান খরচ করলেও পাননি একটিও উইকেট। তার দ্বিতীয় ওভারে টানা দুটি ছক্কায় মারেন দানিয়েল। তবুও সাকিবের দল লাহোর কালান্দার্স জয় তুলে নেয় ২৬ রানে, প্রতিপক্ষ ছিল পেশাওয়ার জালমি।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ম্যাচটি হয় ১৩ ওভারের। টস জিতে ব্যাটিং করে লাহোর ৮ উইকেটে তোলে ১৪৯ রান, জবাবে পেশাওয়ার থেমে যায় ১২৩ রানে।
সাকিব সবশেষ খেলেছিলেন ২০২3 সালের নভেম্বরে, টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। তার আগের স্বীকৃত ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে টেস্ট, সেপ্টেম্বরের শেষে। এরপর নিষেধাজ্ঞা এবং বোলিং অ্যাকশন সমস্যার কারণে ছিলেন মাঠের বাইরে। অ্যাকশন শুধরে ফের পিএসএলে ফিরেছেন তিনি।
৮ বছর পর আবার পিএসএলে খেলা সাকিব এর আগে ২০১৬ সালে করাচি কিংস ও ২০১৭ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছিলেন, তবে দুই মৌসুমেই তার পারফরম্যান্স ছিল গড়পড়তা।