ক্রিকেট

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হোঁচট খেলেও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যাটে–বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আইরিশদের ২ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। জবাবে বাংলাদেশ লক্ষ্য তাড়ায় কোনো চাপেই পড়েনি। ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আজ মাঠে ছিলেন তানজিদ তামিমের দিন। ফিল্ডিংয়ে একাই ৫টি ক্যাচ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের ফিল্ডারদের মধ্যে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। পরে ব্যাট হাতেও দেখান দাপট—৩৬ বলে অপরাজিত ৫৫ রান, দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে। ইমন অপরাজিত থাকেন ২৬ বলে ৩৩ রানে।

উদ্বোধনী জুটিতে তানজিদ তামিম ও সাইফ হাসান যোগ করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরলে ভাঙে জুটি। তিনে নেমেও ব্যর্থ হন অধিনায়ক লিটন দাস—৬ বল থেকে ৭ রান করে ফেরেন। তৃতীয় উইকেটে তামিম–ইমন জুটি দলকে আর বিপাকে পড়তে দেননি।

এর আগে আয়ারল্যান্ডের ব্যাটিং ছিল উজ্জ্বল শুরুয়াত, কিন্তু হতাশাজনক মধ্য ওল্ডার। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১ রান তুললেও পরের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
স্টার্লিং এক প্রান্ত আগলে রাখলেও লরকান টাকার, কুর্তিস ক্যাম্পার, হ্যারি টেক্টর—কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে গ্যারেথ ডেলানি (১০) ও জজ ডকরেল (১৯) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় জুটিতে পরিণত করতে ব্যর্থ হন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে কৃপণ—পাওয়ার প্লে–র শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ উইকেট। শরিফুল ইসলামও শুরুতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন।