ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা কখনোই নৈমিত্তিক দৃশ্য নয়। এই ধরনের গোল দেখা যায় বিরলই। কদিন আগেই নেপালের বিপক্ষে বাংলাদেশের হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের গোল নিয়ে আলোচনায় ছিল ফুটবল বিশ্ব। তবে অন্যদের জন্য যেখানে এই গোল বিরল—সেখানে ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে যেন বিষয়টি রুটিনের মতোই।
সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে গতকাল রাতে আবারও সেই অবিশ্বাস্য দৃশ্যের জন্ম দিলেন পর্তুগিজ মহাতারকা। যে বয়সে বেশির ভাগ ফুটবলার অবসরে যান, সেই বয়সে রোনালদো এখনো শূন্যে উঠে পিঠ সমান করে কাচির মতো পা বাড়িয়ে বল জালে পাঠান। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য, তবুও রোনালদো বলেই যেন স্বাভাবিক।
ম্যাচের ৯৬ মিনিটে ৩–১ ব্যবধানে এগিয়ে থাকা আল নাসর আক্রমণে ওঠে। ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলি খেলোয়াড় নাওয়াফ বাওশাল। বক্সে থাকা রোনালদোকে লক্ষ করে তিনি ক্রস বাড়ান। রোনালদো যেন অপেক্ষাই করছিলেন—ঘুরে গিয়ে নিখুঁত টাইমিংয়ে তুলে নেন সেই বাইসাইকেল কিক।
খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ চেষ্টা করেও ঠেকাতে ব্যর্থ হন। গোলের পর স্বভাবসুলভ উদ্যাপনে সতীর্থদের সঙ্গে মেতে ওঠেন রোনালদো।
ম্যাচ শেষে নিজের গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রোনালদো। তবে ক্যাপশন লেখার দায়িত্ব দেন ভক্তদেরকেই—‘বেস্ট ক্যাপশন উইনস’।
রোনালদোর এই গোলের রাতে সৌদি প্রো লিগে টানা নবম জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।
আগামীকাল রাতে এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের বিপক্ষে মাঠে নামবে রোনালদো–নাসর।