ক্রিকেট

বোর্ড বলেছে যে দল দেব, তা নিয়েই কাজ করতে হবে: লিটন দাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বোর্ড বলেছে যে দল দেব, তা নিয়েই কাজ করতে হবে: লিটন দাস
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর প্রাক্কালে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দল নির্বাচনে তাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলে লিটন জানান, স্কোয়াড চূড়ান্ত করার সময় নির্বাচকদের সিদ্ধান্ত সম্পর্কে তাকে কোনো নোটিশই দেওয়া হয়নি।

টি–টোয়েন্টি স্কোয়াড থেকে শামীম হোসেন বাদ পড়ার প্রসঙ্গ তুলে ধরলে লিটনের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, শামীম থাকলে ভালো হতো। এটি আমার সিদ্ধান্ত নয়—সম্পূর্ণ নির্বাচকদের কল। কেন বাদ দেওয়া হলো, তা আমাকে কোনো নোটিশ ছাড়াই জানানো হয়েছে।

সাম্প্রতিক ম্যাচগুলোতে (০, ১, ১) ভালো করতে না পারলেও শামীমের মতো একজন বাঁহাতি ব্যাটসম্যানকে হঠাৎ বাদ দিয়ে পুরো মিডল অর্ডারে ডানহাতি ব্যাটসম্যান তুলে আনার সিদ্ধান্তেও অসন্তোষ প্রকাশ করেন লিটন।

শামীমের জায়গায় দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলামকে। মিডল অর্ডারে তার সঙ্গে রয়েছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান—যারা সবাই ডানহাতি।
এ প্রসঙ্গে লিটন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে রাইট–লেফট কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে প্রশ্ন, সেই ভাবনাটা যদি দলের ভেতর থেকেই আসত, ভালো হতো।

লিটন জানান, সাম্প্রতিক সময়ে বোর্ড ও নির্বাচকদের কাছ থেকে তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে—তাদের দেওয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। কোন খেলোয়াড় চান বা চান না, সে বিষয়ে অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা নেই।

তিনি বলেন, আমি এত দিন জানতাম অধিনায়ক হলে পরিকল্পনার একটা জায়গা থাকে। এখন জানলাম, আমাকে শুধু দেওয়া দল নিয়েই ভালো কিছু করতে হবে।
শামীমকে বাদ দেওয়ায় ব্যক্তিগত দুঃখও প্রকাশ করেন লিটন।

সব খেলোয়াড় সব সিরিজে পারফর্ম করবে না। দু–তিনটা খারাপ ম্যাচ হলেই বাদ দেওয়া ঠিক নয়। অধিনায়ক হিসেবে তাকে সমর্থন দিতে পারিনি—এজন্য আমি সত্যিই সরি।
বিশ্বকাপে একই পরিস্থিতি তৈরি হলে তিনি কী করবেন—এমন প্রশ্নে লিটন সংক্ষেপে বলেন, যে দল দেবেন, আমি সেটা নিয়েই একাদশ সাজাব।
অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না—এই প্রশ্নে লিটনের উত্তর ছিল আরও সংক্ষিপ্ত ওটা পরে দেখা যাবে।
বাংলাদেশ আগামীকাল চট্টগ্রামে প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।