ভারতের স্পিন আক্রমণে ছিন্নভিন্ন হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৬৭ রান তুললেও শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৮ রানে। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৪৮ রানের দারুণ জয় পেয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল।
কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজিদের অধিনায়ক মিচেল মার্শ। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল এনে দেন ভালো সূচনা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৯ রান তোলেন তারা। সপ্তম ওভারে দলীয় ৫৬ রানে অভিষেক শর্মা (২৮) ফেরেন। এরপর শিভাম দুবে করেন ২২ রান।
শুভমান গিল ৩৯ বলে ৪৬ রানের পরিশ্রমী ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে অধিনায়ক সূর্যকুমার যাদবের ১০ বলে ২০ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ২১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের ইনিংস থামে ১৬৭ রানে। নাথান এলিস ও অ্যাডাম জাম্পা নেন তিনটি করে উইকেট।
জবাবে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৯ বলে ২৫ ও মিচেল মার্শ ২৪ বলে ৩০ রান করেন। তবে দুই ওপেনারের বিদায়ের পর ভেঙে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। জশ ইংলিশ (১২), টিম ডেভিড (১৪), জশ ফিলিপে (১০), স্টয়নিস (১৭) ও ম্যাক্সওয়েল (২) কেউই দলকে টেনে নিতে পারেননি।
ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর মাত্র ১.৩ ওভারে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ২১ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল।
আগামী শনিবার ব্রিসবেনের গ্যাবায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।