ক্রিকেট

সাব্বির রহমানকে মিস করছে বাংলাদেশ, ফাইনালের স্বপ্ন শেষের আক্ষেপ এখন আরও তীব্র

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
সাব্বির রহমানকে মিস করছে বাংলাদেশ, ফাইনালের স্বপ্ন শেষের আক্ষেপ এখন আরও তীব্র
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ করেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে এক নাম— সাব্বির রহমান
অনেকে মনে করছেন, যদি সাব্বির দলে থাকতেন, তবে অন্তত এমন দুর্দশার মুখে পড়তে হতো না বাংলাদেশকে। ফিনিশিং সংকটে ভুগতে থাকা টাইগারদের জন্য সাব্বিরই হতে পারতেন সমাধান। ২০১৬ সালের প্রথম এশিয়া কাপ টি২০ আসরে তার অসাধারণ পারফর্ম্যান্সেই বাংলাদেশ পৌঁছেছিল ফাইনালে। শাহীদ আফ্রিদি, ধোনি, কোহলি, রোহিত কিংবা দিলশানের মতো তারকাদের টপকে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। অথচ সময়ের বিবর্তনে এখন সেই সাব্বিরই জাতীয় দলের বাইরে।
এবারের আসরে নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিকদের ব্যর্থতায় সমালোচনা তুঙ্গে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে ফিল্ডিং ও নাজুক ফিনিশিং দুই দিক থেকেই দলকে ভুগতে হয়েছে।
  • প্রথমত, মিস ফিল্ডিং ও ক্যাচ ড্রপে কমপক্ষে ৩০ রানের ক্ষতি হয়েছে।
  • দ্বিতীয়ত, ফিনিশিং ব্যর্থতায় ব্যাটাররা একেবারেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি।
বিশ্লেষকদের মতে, সাব্বির থাকলে অন্তত এই দুই জায়গায় ভরসা পাওয়া যেত। তার হাতে ক্যাচ মিসের সম্ভাবনা কম, আবার ব্যাট হাতে চাপ সামলানোর ক্ষমতাও প্রমাণ করেছেন তিনি অতীতে।
বাংলাদেশ ক্রিকেটে ফিনিশারের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। সাব্বির সেই অভাব পূরণ করতে পারলেও নিজের ক্যারিয়ারে ধারাবাহিকতা আনতে পারেননি। ফলে তাকে হারিয়ে বাংলাদেশ এখনও খুঁজছে প্রকৃত ফিনিশার।
সবকিছু মিলিয়ে আবারও আক্ষেপ ভর করছে সমর্থকদের মনে—
 যদি সাব্বির থাকতেন, তবে হয়তো ফাইনালে যাওয়ার গল্পটা ভিন্নভাবেই লেখা হতো বাংলাদেশের জন্য!