ক্রিকেট

বাংলাদেশকে বাদ দিয়ে যেভাবে ফাইনালে ভারত-পাকিস্তান

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশকে বাদ দিয়ে যেভাবে ফাইনালে ভারত-পাকিস্তান
সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। মাত্র দুই বলে এক রান করা শাহিন আফ্রিদি রিশাদ হোসেনের এক দুর্দান্ত লেগ ব্রেকের ফাঁদে পড়ে বসেন। বাংলাদেশি খেলোয়াড়রা জোরালো এলবিডব্লিউ আবেদন করে, যা দেখেই প্রায় সবাই নিশ্চিত ছিলেন আউট। কিন্তু আম্পায়ারের ইশারায় ‘নট আউট’ ঘোষণা হয়।
বাংলাদেশ সাথে সাথেই রিভিউ নেয়। রিপ্লে দেখায়, বল সোজা স্টাম্পে লাগছিল, তবুও আম্পায়ারের কলের কারণে আউট দেওয়া হয়নি। তখন পাকিস্তান ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেই মুহূর্তেই জীবন পাওয়া শাহিন খেলেন ১৯ রানের কার্যকর এক ইনিংস, পরে বল হাতে শিকার করেন ৩ উইকেট। ম্যাচ শেষে তিনিই হন সেরা খেলোয়াড়। অথচ ওই সিদ্ধান্ত সঠিক হলে হয়তো অনেক আগেই সাজঘরে ফিরতেন তিনি, আর ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
এই ঘটনার পরই উঠে আসে নতুন অভিযোগ— সবকিছুই নাকি বাণিজ্যিক পরিকল্পনার অংশ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, “আমি আগেই বলেছিলাম, এই দুই দলের মাঝে তিনটি ম্যাচ হবেই। আয়োজকরা সূচি এমনভাবে বানিয়েছে যাতে অন্তত তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আসল উদ্দেশ্য দর্শক, স্পনসর আর সম্প্রচারকারীদের সুবিধা দেওয়া।”
তিনি আরও অভিযোগ করেন, এশিয়া কাপ এখন আর প্রতিযোগিতা নয়, হয়ে গেছে “ব্রডকাস্টার কাপ”। আয়োজকরা প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মোটা অঙ্কের আয়ের দিকে।
বাংলাদেশের বিপক্ষে শাহিনকে বাঁচানো সেই সিদ্ধান্তকেও তিনি ইঙ্গিত দেন ইচ্ছাকৃত বলে। তার দাবি, বাংলাদেশকে ফাঁদে ফেলা হয়েছিল শুধু ভারত-পাকিস্তান ফাইনালের পথ সুগম করার জন্য।
বাসিত আলী এমনকি সতর্ক করে দেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধরনের পরিকল্পনা থাকতে পারে। ব্যবসার স্বার্থে ছোট দলগুলোকে হয়তো বারবার বঞ্চিত হতে হবে।