ফিল্ডিংয়ে দুর্দান্ত মুস্তাফিজ, ১০ বছরের সেরা ক্যাচে মাত করলেন এশিয়া কাপের মঞ্চ!
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই নজর কাড়লেন মুস্তাফিজুর রহমান। তবে বল হাতে নয়, এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি একটি অসাধারণ ক্যাচ নিয়ে। তানজিম সাকিবের বলে জিসান আলিকে যেভাবে ক্যাচ ধরে ফেরালেন তিনি, তা নিঃসন্দেহে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা ক্যাচগুলোর একটি— অনেকের চোখে হয়তো সেরা!
ম্যাচের প্রেক্ষাপট: জমজমাট শুরু, সাফল্য দ্বিতীয় ওভারেই
হংকং চায়নার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হয় আক্রমণাত্মক বোলিং দিয়ে। টস জিতে ফিল্ডিং নেয় টাইগাররা, আর দ্বিতীয় ওভারেই আনশুমান রাথকে ফিরিয়ে দিয়ে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।
আলোচনা ছড়ানো মুহূর্ত: মুস্তাফিজের সেই ‘সুপারম্যান’ ক্যাচ
ম্যাচের ১২তম ওভারে ঘটল আসল নাটকীয়তা। তানজিম সাকিবের তৃতীয় বলে জিসান আলি খেলেন জোরালো শট— মিড অন পেরিয়ে বল যাচ্ছিল লং অনের দিকে। অনেকেই হয়তো ভেবেছিলেন এটি স্রেফ একটি সিঙ্গেল, কেউ কেউ দুই রানও ধরতে পারেন। কিন্তু তখনই দৃশ্যপটে মুস্তাফিজ!
উল্টো দিক থেকে দৌড়ে এসে, দুরত্ব আর ভিন্ন দিকের গতি উপেক্ষা করে লাফিয়ে তালুবন্দি করেন বল। বল প্রায় হাত ছেড়ে যাচ্ছিল, কিন্তু মাটিতে গড়াতে গড়াতে নিয়ন্ত্রণে আনেন তিনি। এমন দুর্দান্ত অ্যাথলেটিকিজম সাধারণত দেখা যায় ডি ভিলিয়ার্স কিংবা ম্যাক্সওয়েলদের কাছে, কিন্তু এদিন সেটা উপহার দিলেন বাংলাদেশের এক পেসার— মুস্তাফিজুর রহমান!
ফিজ মানেই ম্যাজিক— এবার হাতে নয়, ফিল্ডিংয়েও!
অবশ্য এটি যে মুস্তাফিজের ফিল্ডিং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত, তাতে সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে পরিচিত ‘কাটার মাস্টার’ হিসেবে, তার ফিল্ডিং দক্ষতা নিয়ে কখনও খুব বেশি আলোচনা হয়নি। কিন্তু এদিন তিনি দেখালেন, দরকার হলে বল ছোঁড়া ছাড়াও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি।
জিসান আলিকে ফিরিয়ে দিয়ে (৩৪ বলে ৩০) ম্যাচে ফেরে টাইগাররা। আর মুস্তাফিজ বুঝিয়ে দেন, তিনি শুধুই বোলার নন— একজন পরিপূর্ণ ক্রিকেটার।
📊 পরিসংখ্যানেও আলো ছড়ালেন
- ওভার: 4
- রান দেন: ২২
- উইকেট: না পেলেও তৈরি করেন ম্যাচজয়ী মুহূর্ত
- ফিল্ডিং: ক্যাচ অব দ্য ম্যাচ, সম্ভবত টুর্নামেন্টের সেরা ক্যাচগুলোর একটি