ক্রিকেট

সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে যে একাদশ নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ

Sports Reporter

Sports Reporter

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে যে একাদশ নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ
এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নাকে ৭ উইকেটের দাপুটে জয় উপহার দিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। এবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আরও বড় চ্যালেঞ্জ—এশিয়া কাপ ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল শ্রীলঙ্কা।
আজকের ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরে যাওয়া। তবে প্রতিপক্ষ লংকানরা হেরে গেলে তাদের পথ আরও কঠিন হয়ে পড়বে। তাই আবু ধাবিতে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে।
প্রতিদ্বন্দ্বিতা: ক্রিকেটের "এল ক্লাসিকো"
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের লড়াই ভিন্ন মাত্রা পেয়েছে। নিদাহাস ট্রফি থেকে শুরু করে নানা প্রতিদ্বন্দ্বিতা এখন রূপ নিয়েছে বাড়তি উন্মাদনায়। অনেকে মজা করে বলেন, এ লড়াই নাকি ক্রিকেটের এল ক্লাসিকো। এখন পর্যন্ত টি২০ ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ৮ ম্যাচে, আর শ্রীলঙ্কা এগিয়ে আছে ১২ জয়ে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ইনিংসের শুরুতে ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিমের উপরেই থাকছে ভরসা। যদিও তারা এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি, তবে সুযোগ পাচ্ছেন আরও একবার।
 ৩ নাম্বারে থাকবেন অধিনায়ক লিটন দাস, যিনি শেষ ৪ ম্যাচে করেছেন ৩টি ফিফটি। তার কাছ থেকেই বড় ইনিংসের প্রত্যাশা করছে দল।
সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে তাওহীদ হৃদয়কে ঘিরে। শেষ ম্যাচে তার ধীর ইনিংস (৩৬ বলে ৩৫) সমালোচিত হয়েছে। তাই দলে সাইফ হাসানকে নেওয়ার দাবি উঠেছে জোরেশোরে।
ব্যাটিং লাইনে আরও থাকবেন জাকের আলী, শামিম পাটোয়ারি ও অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।
বোলিং বিভাগে দ্বিতীয় স্পিনার হিসেবে আসতে পারেন রিশাদ হোসেন। আর ফাস্ট বোলিং আক্রমণে থাকছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
সম্ভাব্য একাদশ:
১. পারভেজ ইমন
 ২. তানজিদ তামিম
 ৩. লিটন দাস (অধিনায়ক)
 ৪. তাওহীদ হৃদয় / সাইফ হাসান
 ৫. জাকের আলী
 ৬. শামিম পাটোয়ারি
 ৭. শেখ মাহেদি হাসান
 ৮. রিশাদ হোসেন
 ৯. তানজিম সাকিব
 ১০. তাসকিন আহমেদ
 ১১. মুস্তাফিজুর রহমান
শেষ কথা
এশিয়া কাপে আগের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার সেই ব্যথা ভুলে প্রতিশোধের মিশনে নামছে টাইগাররা। জয় পেলে শুধু ইতিহাসের জবাবই নয়, সবার আগে নিশ্চিত হবে সুপার ফোরও।