ক্রিকেট

“অফসাইডে আউট!” — জাকের আলীর ব্যাটিং যেন পাড়ার ক্রিকেট, মাঠে হাসির খোরাক, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়!

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
“অফসাইডে আউট!” — জাকের আলীর ব্যাটিং যেন পাড়ার ক্রিকেট, মাঠে হাসির খোরাক, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়!
বাংলাদেশের ক্রিকেট যেন এক নতুন অধ্যায়ে! মাঠে ব্যর্থতা, কোচের পক্ষপাত, আর খেলোয়াড়ের অদ্ভুত ব্যাটিং স্টাইল — সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে জাকের আলী অনিক। একদিকে কোচ মোঃ সালাউদ্দিনের অবিচল সমর্থন, অন্যদিকে দর্শকদের ক্ষোভ— কে আসলে দায়ী বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার পেছনে?
🎯 পাড়ার ক্রিকেটের নিয়মে আন্তর্জাতিক ম্যাচ?
মনে আছে পাড়ার ক্রিকেটের সেই নিয়ম—মাঠের একপাশে মারা নিষেধ, মারলেই “আউট”? ঠিক তেমনই ব্যাটিং করছেন জাকের আলী অনিক!
 যতই হোক, অফসাইডে শট মারবেনই না তিনি! বল টেনে নিয়ে হলেও মারতে হবে লেগ সাইডে।
 দেখে মনে হয়, যেন নিয়মই হয়ে গেছে—অফসাইডে খেললে আউট!
 কে জানে, হয়তো জাকের ভাবছেন—অফসাইডে বল গেলে সেটা সমুদ্রে হারিয়ে যাবে!
 ফলাফল একটাই—দল হারছে, দর্শক বিরক্ত, কিন্তু জাকেরের ব্যাটে অফসাইড নিষিদ্ধই রয়ে গেছে!
💬 সালাউদ্দিনের বক্তব্যে আগুনে ঘি
এ নিয়ে এক বছর আগেই বিসিবি নির্বাচক ও কোচদের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বর্তমান সহকারী কোচ মোঃ সালাউদ্দিন
বিপিএলের সময় তিনি বলেছিলেন,
“তারা কীভাবে টিম বানায়, আমি বুঝি না। হয়তো শুধু রান দেখে দল তৈরি করে!”
জাকেরকে না নেওয়ার কারণ নিয়ে তিনি আরও বলেন,
“ছেলেটার হয়তো চেহারা একটু কালো, তাই বোর্ড ঠিকমতো তাকায় না। অথচ ও খুব সেন্সিবল ব্যাটার, সবসময় গুরুত্বপূর্ণ সময়ে রান করে।”
এই বক্তব্য তখনই আলোচনায় আসে, কিন্তু আজ সেটাই যেন হয়ে উঠেছে বাস্তবতার প্রতিচ্ছবি।
⚡ কোচ ও খেলোয়াড়: একে অপরের ঢাল!
এক সময় ক্রিকেটপ্রেমীরা বলতেন, “সালাউদ্দিনের মতো কোচ যদি জাতীয় দলে থাকতেন!”
 এখন সেই সালাউদ্দিন আছেন, সঙ্গে আছেন তার প্রিয় ছাত্র জাকের আলী অনিকও।
 তবে ফলাফল? মাঠে ভরাডুবি, ব্যাটে ব্যর্থতা, আর দর্শকের মুখে হতাশা।
 হয়তো কোচের আস্থা থাকলে দলের জায়গা টিকে যায়, কিন্তু জেতা যায় না ম্যাচ।
📱 মাঠে ব্যর্থ, সোশ্যাল মিডিয়ায় সরব!
বাংলাদেশ দল মাঠে ব্যর্থ হলেও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সবাই।
 স্মরণ করিয়ে দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই সময়গুলো, যখন তার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের জবাব দিত।
 তবে পার্থক্য এখানেই—রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, তার আছে সাফল্যের পাহাড়।
 আর জাকের আলী অনিক? আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর বাদ, তারপর আবার প্রত্যাবর্তন, কিন্তু পারফর্ম্যান্স একই।
😅 “চুইংগাম ছাড়া দুই অঙ্ক পেরুতে পারিনি” — বোনের পোস্টে বিতর্ক
আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর জাকেরের বোন সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“চুইংগাম ছাড়া মাঠে নেমে দুই অঙ্ক পেরুতে পারিনি আমরা, হাহাহা, এটাই বাস্তব!”
এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরে ১৮ বলে ১৭ রান করেন জাকের,
 দল হারে ১৪ রানে — বোনের কথার “বাস্তব প্রমাণ” যেন মাঠেই দিয়ে ফেললেন ভাই!
🏏 সমর্থকদের আক্ষেপ: “আমরা খেলা দেখি, ওরা পরীক্ষা নেয়!”
দর্শকরা এখন হতাশ। কেউ বলেন, “বাংলাদেশ ক্রিকেটে মেধা নয়, সম্পর্কই মূল।”
 আবার কেউ তির্যক ভঙ্গিতে লেখেন, “জাকের থাকলে অফসাইডের দরকার কী!”
তবে সত্য একটাই —
 যতদিন সালাউদ্দিন কোচ আছেন, জাকেরের চিন্তা নেই।
 চিন্তা শুধু দর্শকদের, কারণ অর্থ খরচ করে খেলা দেখতে হয় তাদেরই!