পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। জাকের আলি অনিক এখন স্বপ্ন দেখছেন ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের, অর্থাৎ হোয়াইট ওয়াশের।সেটা গতকাল প্রেসে জানান তিনি।
সিরিজের শেষ ম্যাচে (আগামিকাল সন্ধ্যা ৬টা) বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়বেন ওপেনার নাইম শেখ। দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রান করে দায়িত্বজ্ঞানহীন এক স্কুপ শটে আউট হয়ে ফেরেন নাইম। তার বদলে একাদশে ফিরছেন তানজিদ হাসান তামিম। ইনিংসের সূচনায় তাকে দেখা যাবে ইমনের সঙ্গে।
ব্যাটিং অর্ডার সাজানো হচ্ছে কিছুটা পরিবর্তন এনে। যেখানে তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস। যদিও এই সিরিজে তার ব্যাট হাসেনি, তবে শেষ ম্যাচে বড় কিছু করার প্রত্যাশায় আছেন ভক্তরা। চার নম্বরে দেখা যাবে তৌহিদ হৃদয়কে, যিনি আগের ম্যাচে রান আউট হয়ে শূন্য রানে বিদায় নেন।
সবচেয়ে বড় স্বস্তির নাম জাকের আলি ও শেখ মাহেদি। দ্বিতীয় ম্যাচে এই দুজনের ব্যাটেই ভর করে বাংলাদেশ তুলেছিল লড়াকু স্কোর। জাকের করেন ৫৫, মাহেদি করেন ৩৩। ৭ নম্বরে থাকবেন শামিম পাটোয়ারি।
বোলিং ইউনিটে থাকবেন রিশাদ, তানজিম সাকিন, মুস্তাফিজ ও শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকেই শুধু বাদ পড়বেন নাইম শেখ।
এবার দেখার পালা—বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়তে? সেটা জানা যাবে কাল রাতে।