ক্রিকেট

পারফরম্যান্সে সেরা জিসান, তবুও এশিয়া কাপের দলে নেই!

Sports Reporter

Sports Reporter

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
পারফরম্যান্সে সেরা জিসান, তবুও এশিয়া কাপের দলে নেই!
বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার নিয়মটাই যেন আজও এক রহস্য। কে সুযোগ পাবেন, আর কে বাদ পড়বেন—এই হিসেব মেলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বারবার। এক ফরম্যাটে পারফর্ম করেও অন্য ফরম্যাটে ডাক পাওয়া, কিংবা মিডিয়ার চাপ-জনমতের প্রভাবে হঠাৎ দলে জায়গা পাওয়া—এসবই অনেকদিনের আলোচিত বিষয়।
এই ধোঁয়াশার ভিড়েই এবার আলোচনায় উঠে এসেছে তরুণ ওপেনার জিসান আলমের নাম। ক্রিকেটপ্রেমীদের কাছে যিনি পরিচিত ‘বাংলাদেশের রোহিত শর্মা’ হিসেবে। তুলনাটা যে অমূলক নয়, তার ব্যাটিংই সেটা বলে দেয়। ওপেনিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তোলার ক্ষমতা, বোলারদের উপর চাপ সৃষ্টি করা, আক্রমণাত্মক শট সিলেকশন—সব মিলিয়ে জিসান একেবারেই আলাদা ধাঁচের ক্রিকেটার।
শুধু আক্রমণাত্মক ব্যাটিং নয়, তার ইনিংসে দেখা যায় পরিমিতিবোধও। কখন থামতে হবে, কখন গতি বাড়াতে হবে—সেই সিদ্ধান্ত নিতেও তিনি যথেষ্ট পরিণত। মাত্র ২০ বছর বয়স হলেও মাঠে তার উপস্থিতি একজন অভিজ্ঞ ক্রিকেটারের মতো। তাছাড়া প্রয়োজনে বল হাতেও অবদান রাখতে পারেন অফ স্পিনে।
টপ এন্ড সিরিজে পারফর্মেন্সে উজ্জ্বল জিসান
এশিয়া কাপের দল ঘোষণার আগে শেষ হয় টপ এন্ড সিরিজ। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই ওপেনার—নাইম শেখ ও জিসান আলম। যেহেতু টুর্নামেন্টের জন্য একটি ব্যাকআপ ওপেনার প্রয়োজন ছিল, তাই দুজনেরই সামনে সুযোগ ছিল নিজেকে প্রমাণের।
কিন্তু পারফরম্যান্সের দিক থেকে দুজনের গল্প ভিন্ন। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলেছেন জিসান। ৬ ম্যাচে দুটি ফিফটি, চারটি ত্রিশোর্ধ্ব ইনিংস, সব মিলিয়ে ৩৫ গড় ও ১৩৮ স্ট্রাইক রেটে তার ব্যাটে এসেছে ২০৮ রান। অন্যদিকে অভিজ্ঞতার ভরসা নিয়েও ব্যর্থ ছিলেন নাইম শেখ। ধারাবাহিকভাবে রান না পাওয়ায় তার বাদ পড়া ছিল প্রত্যাশিতই।
কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটেছে জিসানকে ঘিরে। সিরিজের অন্যতম সেরা পারফর্মার হয়েও তাকে রাখা হয়নি এশিয়া কাপের দলে। বরং স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইফ হাসান, যিনি ছিলেন না আলোচনায়, বরং ছিলেন ফর্মের বাইরে। ৬ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৩২ রান, গড় ২২ আর স্ট্রাইক রেট ১২১ 
তরুণ জিসানকে বাদ দিয়ে ব্যর্থ সাইফকে দলে নেওয়া নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। বিশ্লেষক থেকে শুরু করে সমর্থক—সবার মুখে একটাই প্রশ্ন, জাতীয় দলে ডাক পাওয়ার আসল ক্রাইটেরিয়া কী?
পারফর্ম করেও যদি জায়গা না মেলে, আর পারফর্ম ছাড়াই যদি সুযোগ পাওয়া যায়, তাহলে তরুণ ক্রিকেটাররা কিসের আশায় ঘরোয়া কিংবা ‘এ’ দল পর্যায়ে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন? সব মিলিয়ে, জিসান আলমের বাদ পড়া শুধু একটি ক্রিকেটারের দুর্ভাগ্য নয়, বরং বাংলাদেশের নির্বাচনী নীতির স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিল।