নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোমাঞ্চের পরতে পরতে নাটকীয়তা। ভারতের ওপেনার শেফালি বর্মার ঝড়ো ইনিংসে শক্ত অবস্থানে স্বাগতিক দল। তবে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেমে গেছেন তিনি। অন্যদিকে বৃষ্টির আশঙ্কায় ফাইনাল ম্যাচের ভাগ্যও এখন অনেকটাই অনিশ্চিত। আজই না হলে রিজার্ভ ডে-তে গড়াতে পারে নির্ধারিত দিনের ম্যাচ।
মুম্বাইয়ে আজ (রোববার) অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। টসে জিতে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতের দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা।
প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬৪ রান তোলে ভারত। উদ্বোধনী জুটিতে শেফালি-মান্ধানা জুটি গড়েন ১০৪ রানের রেকর্ড পার্টনারশিপ যা ভারতের নারী দলের জন্য বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
তবে ব্যক্তিগত ৮৭ রানে এসে থামেন শেফালি বর্মা। আনেকে বশের বলে সুনে লুসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অন্য প্রান্তে ৪৫ রানে থামেন স্মৃতি মান্ধানা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে আছেন সেমিফাইনালে নায়কোচিত ইনিংস খেলা জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর।
মেঘলা আকাশের কারণে টস দেরিতে হয়। বৃষ্টি ফের বাধা দিলে ম্যাচ স্থগিত হয়ে যেতে পারে। এজন্য আয়োজকরা রেখেছেন রিজার্ভ ডে। আজ খেলা সম্পূর্ণ না হলে আগামীকাল একই অবস্থা থেকে খেলা পুনরায় শুরু হবে।