প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত। নবি মুম্বাইয়ের গ্লোবাল ক্রিকেট অ্যারেনায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছে হারমানপ্রীত কৌরের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তরুণ ওপেনার শেফালি বর্মা। ৭৮ বলে সাজানো তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
অন্যদিকে স্মৃতি মান্ধানা যোগ করেন ৪৫ রান, আর অভিজ্ঞ দীপ্তি শর্মা ইনিংসের শেষ দিকে ঝোড়ো ৫৮ রান করে ভারতের সংগ্রহকে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে আইয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট, ট্রাইঅন ও ডি ক্লার্ক প্রত্যেকে নেন একটি করে উইকেট।
২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলেও মাঝপথে ছন্দ হারায় দলটি। অধিনায়ক লরা ভলভার্ট একাই লড়েছেন—মাত্র ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি।
কিন্তু তাঁর সেঞ্চুরিও দলকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ৪২ ওভারে ২২১ রানে অলআউট হয় প্রোটিয়া মেয়েরা।
বল হাতে ভারতের নায়ক দীপ্তি শর্মা, নিয়েছেন ৪ উইকেট। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন শেফালি বর্মা, যিনি বল হাতেও ২ উইকেট তুলে নিয়েছেন।
নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই ভারতের প্রথম শিরোপা। এর আগে ২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে হারের হতাশা ছিল তাদের সঙ্গী। এবার সেই দুঃখ ঘুচিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল হারমানপ্রীতের দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, মান্ধানা ৪৫; খাকা ৩/৫৮)
দক্ষিণ আফ্রিকা: ৪২ ওভারে ২২১ (ভলভার্ট ১০১; দীপ্তি ৪/৪৭, শেফালি ২/৩৫)