বাবাকে যারা কটূক্তি করত, তারাই এখন রাবেয়ার খেলা দেখেছে। মুঠোফোনের ওপার থেকে গর্ব নিয়ে রাবেয়া জানালেন, বাবাকে যারা কটূক্তি করত, তারাই এবার ওনার সঙ্গে বসে টিভিতে বিশ্বকাপের খেলা দেখেছে। এটা জেনে খুব খুশি লেগেছে।
গত পরশু শেষ হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন রাবেয়া। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলা রাবেয়া জাতীয় দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লেগ স্পিন জাদু দিয়ে। তবে ক্রিকেটে তাঁর শুরুটা ছিল পেসার হিসেবে। উচ্চতা কম হওয়ায় বিকেএসপির কোচরা পরামর্শ দেন লেগ স্পিনার হওয়ার। সেই পরিবর্তনই বদলে দেয় তাঁর ভাগ্য।
একটা সময় রাবেয়ার পৃথিবী ছিল শুধু ফুটবলকে ঘিরে। প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবলে নজর কেড়ে সাভারের বিকেএসপিতে আসেন এক সপ্তাহের ক্যাম্পে। পাশের মাঠে মেয়েদের ক্রিকেট খেলতে দেখে খেলাটার প্রতি আগ্রহ জন্মায়। পরে বাবার সম্মতি নিয়ে ২০১৯ সালে ট্রায়াল দিয়ে ভর্তি হন বিকেএসপিতে। বরিশালের উজিরপুরের কিশোরী রাবেয়ার জীবন বদলে যায় অল্প কিছুদিনের মধ্যেই।
কিন্তু মেয়ে রাবেয়ার ক্রিকেট খেলা নিয়ে বাবাকে নিয়মিত কটূক্তি শুনতে হতো। তিন ভাইবোনের মধ্যে সবার বড় রাবেয়া মনে করেন, বরিশালে বাবাকে কেউ দেখলেই বলত, মেয়েকে কোথায় দিলা, খুব খারাপ কাজ করেছ ক্রিকেট খেলতে দিয়ে। আরও অনেক বাজে বাজে কথা শোনাত। কিন্তু বাবা আমাকে কোনো দিন এসব বলেননি, বুঝতেও দেননি।
রাবেয়ার প্রাপ্তি তাঁর ক্রিকেট খেলা অপছন্দ করা গ্রামের সেই লোকরাই এখন তাঁর ভক্ত হয়ে উঠেছে। খেলা দেখেছে বাবার সঙ্গে বসে। মেয়ের সৌজন্যে গ্রামে বাবা এখন বিশেষ সম্মানও পান।
এবারের বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ায় আফসোস আছে রাবেয়ার। ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়া রাবেয়া মনে করেন, সেমিফাইনালের সুযোগও ছিল। কয়েকটি ম্যাচে খুব কাছাকাছি গিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত মাত্র এক ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করেছে।
রাবেয়া টেলিভিশনে ফাইনাল দেখার পর বললেন, ভারতকে যখন ট্রফি জিততে দেখলাম, তখন এত খারাপ লেগেছে… মনে হয়েছে আমরাও তো ওখানে থাকতে পারতাম! সেমিফাইনালে যারা উঠেছে, তাদের কাউকে প্রায় হারিয়েই দিয়েছিলাম।
রাবেয়া স্বপ্ন দেখেন, বাংলাদেশ নারী দল একদিন বিশ্বকাপ জিতবে, ট্রফি উঁচিয়ে ধরবেন তাঁরা। কাল সকালে মোবাইল হাতে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের ছবি দেখতে দেখতে নতুন
প্রতিজ্ঞা করলেন, আমি চাই বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে শীর্ষ দল হোক। কোনো একদিন হয়তো আমরা ফাইনাল খেলব, বিশ্বকাপে জিতব।