মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের সামনে বিশাল ৫০৯ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে আক্ষেপে পুড়তে হলো মুমিনুল হককে। সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন তিনি। তবে নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তুলেছেন দৃষ্টিনন্দন অর্ধশতক।
দুজন মিলে ওয়ানডে মেজাজে ব্যাট করে ইনিংস দ্রুত এগিয়ে নেন। মুমিনুল ও মুশফিক মিলে ১৪৯ বলে তুলেছেন ১০৬ রান। লাঞ্চে যাওয়ার সময় মুমিনুল অপরাজিত ছিলেন ৭৯ রানে, আর মুশফিকুর ছিলেন ৪৪ রানে।
প্রথম ইনিংসে ২১১ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের রান যোগ হয়ে আয়ারল্যান্ডের সামনে মোট লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৯ রান।
চতুর্থ দিনের সকালেই আয়ারল্যান্ডকে উইকেট এনে দেন ম্যাকব্রাইন ও নিল। দিনের প্রথম দিকেই ম্যাকব্রাইনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাদমান ইসলাম। ১১৯ বলে ৭৮ রান করে আউট হন তিনি।
আজ তার ইনিংসে যোগ হয়েছে মাত্র ৯ রান। সাদমান আউট হওয়ার চার বল পরই (৪১.১ ওভার) নাজমুল হোসেন শান্ত ৫ বলে ১ রান করে বলবার্নির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে লিড এখন ৪৯১ রান হলেও দ্বিতীয় ইনিংস ঘোষণা করার ফলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য বেড়ে দাঁড়িয়েছে ৫০৯ রান।