ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের তিন ম্যাচে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে জাতীয় ফুটবল দলের খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপচে পড়া দর্শক সমাগমের পাশাপাশি স্পন্সরদের আগ্রহও ছিল তুঙ্গে। আর সেই সুযোগে উল্লেখযোগ্য আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
বুধবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তিন ম্যাচের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। জানা যায়, তিন ম্যাচে মোট আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ সাত হাজার টাকা।
বাংলাদেশের হয়ে ঘরের মাঠে ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ছিল ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হারলেও দর্শকদের আগ্রহে সেই দিনই আয় হয় এক কোটি ১৫ লাখ টাকা।
৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে লড়াই করেও ৪-৩ গোলে হার দেখে বাংলাদেশ। স্কোরলাইন রোমাঞ্চকর হলেও আয় ছিল তুলনামূলক কম— এক কোটি দুই লাখ সাত হাজার টাকা।
তবে এবারের বাছাইয়ে সব আলো কাড়ে ১৮ নভেম্বরের ভারত ম্যাচ। প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের দারুণ জয় যেমন উদযাপন করেছে ফুটবলপ্রেমীরা, তেমনি স্পন্সরদের আগ্রহও শীর্ষে ছিল। ফলে এই ম্যাচ থেকে আয় হয়েছে সর্বোচ্চ এক কোটি ৮৮ লাখ টাকা।
বাংলাদেশের ফুটবলে নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে এমন আয়োজন ও মাঠের পারফরম্যান্স। ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় দলের উন্নতির সঙ্গে দর্শকের আগ্রহ বাড়তে থাকলে সামনের দিনে অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে দেশের ফুটবল।