ফুটবল

ফাইনালেও মেসি-ম্যাজিক, এমএলএস কাপের শিরোপা ইন্টার মায়ামির

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ফাইনালেও মেসি-ম্যাজিক, এমএলএস কাপের শিরোপা ইন্টার মায়ামির
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় যাঁর নাম সবার আগে আসে সেই লিওনেল মেসির হাত ধরেই ইতিহাস গড়লো ইন্টার মায়ামি। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জিতেছে ডেভিড বেকহামের মালিকানাধীন এই দল।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতের ফাইনালে মায়ামির হয়ে তিনটি গোলেরই উৎপত্তিস্থল লিওনেল মেসির পা। এই শিরোপা জয়ের মাধ্যমে মেসির পেশাদার ক্যারিয়ারে যুক্ত হলো ৪৭তম ট্রফি, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভ্যাঙ্কুভার প্রথমার্ধে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলে। বল দখল থেকে আক্রমণ খেলার বেশিরভাগ সময়ই এগিয়ে ছিল কানাডিয়ান ক্লাবটি। তবে খেলার ৪৮ মিনিটে মেসির আক্রমণভাগের অভিনব প্রচেষ্টায় রালফ প্রিসোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি।

৬০ মিনিটে আলী আহমেদের গোলে ম্যাচে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। মাত্র দুই মিনিট পরই সাবির শট পোস্টে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের।

এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় মায়ামি। মাঝমাঠে বল কেটে নিয়ে ৭১ মিনিটে রদ্রিগো দি পলকে অ্যাসিস্ট করেন মেসি। আর্জেন্টাইন মিডফিল্ডার গোল করে ব্যবধান বাড়ান ২-১ এ।

৮২ মিনিটে মেসির নিখুঁত লব থেকে তাদেও আলেন্দির শটে নিশ্চিত হয় শিরোপা জয়। ৩-১ গোলের এই জয় উদযাপনে আবেগ থামাতে পারেননি কোচ হাভিয়ের মাচেরানোও মাঠে দৌড়ে এসে ঘাসে চুমু দিয়ে উদযাপন করেন তিনি।

এই মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছে ইন্টার মায়ামি এক বছরে ৫৮ ম্যাচ। পাঁচটি শিরোপার জন্য লড়াই করে অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি নিজেদের করে নিল দলটি।

চেজ স্টেডিয়ামের বিদায়ী ম্যাচও ছিল এটি। আগামী মৌসুমে নতুন ঘর মায়ামি ফ্রিডম পার্ক–এ খেলবে এমএলএসের নতুন চ্যাম্পিয়নরা।