বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম আবার তদন্তের আওতায় এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে তিনটি প্রধান বিষয়ের তদন্ত চালান দুদকের চার কর্মকর্তা—তৃতীয় বিভাগ বাছাইপ্রক্রিয়ায় অনিয়ম, বিসিবির গঠনতন্ত্র লঙ্ঘন এবং এফডিআর ও অন্যান্য আর্থিক লেনদেনে অসঙ্গতি। সিসিডিএম-এর কাছ থেকে তৃতীয় বিভাগের বিস্তারিত তথ্য, আর্থিক রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবানবন্দি সংগ্রহ করা হয়েছে।
এর আগে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ, আইসিসি ও এসিসি লভ্যাংশ, বিপিএল ও বিদেশি কোচ নিয়োগসহ ২৭টি বিষয়ে বিসিবির কাছে কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল সংস্থাটি। এই তদন্তে বোর্ডের অতীত ও বর্তমান নানা আর্থিক কর্মকাণ্ড ঘিরে বড় ধরনের জবাবদিহি তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।