আইপিএলে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাঞ্জাব কিংসের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ম্যাচের ১৫তম ওভারে শশাঙ্ক সিংয়ের একটি শট ছয় না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও ফিল্ডার করুন নায়ার নিজেই ছক্কার ইশারা দিয়েছিলেন এবং ম্যাচ শেষে প্রীতিকে জানান, বলটি সত্যিই ছক্কা ছিল।
এক্স (টুইটার)-এ প্রীতি লেখেন, “এত বড় টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ারের এমন ভুল একেবারেই গ্রহণযোগ্য নয়।” বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে।