ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। ফুটবল ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত তারা। বার্সেলোনায় একসাথে কাটানো সময় এবং 'এমএসএন' ত্রয়ীর জাদুকরী পারফরম্যান্স আজও মনে রেখেছে ফুটবলপ্রেমীরা।
সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছিল, হয়তো আবারও মেসির সঙ্গে একসাথে দেখা যাবে নেইমারকে। অনেকেই আশা করেছিলেন, ইন্টার মায়ামিতে মেসি, সুয়ারেজ, জর্দি আলবা, বুস্কেটস ও কোচ মাশ্চেরানোর সঙ্গে পুনর্মিলন ঘটতে যাচ্ছে নেইমারের। আবার কেউ কেউ ভেবেছিলেন, বার্সেলোনায় ফিরে নিজেকে প্রস্তুত করবেন ২০২৬ বিশ্বকাপের জন্য।
তবে সেই সব জল্পনার আপাতত ইতি। নেইমার কোথাও যাচ্ছেন না, থাকছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসেই।
আবারও ছয় মাসের জন্য সান্তোসে নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এবং তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আবারও ৬ মাসের জন্য নতুন চুক্তিতে সান্তোসেই থাকছেন এই তারকা ফরোয়ার্ড। ডিসেম্বরে শেষ হবে এই মেয়াদ। এর আগে ৬ মাসের লোণ চুক্তিতে ক্লাবটিতে খেলছিলেন নেইমার। পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সান্তোস চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়।
মেসির সঙ্গে খেলার সম্ভাবনা শেষ? এই ঘোষণার মাধ্যমে মেসির সঙ্গে নেইমারের পুনর্মিলনের সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেল। বার্সেলোনা বা ইন্টার মায়ামির হয়ে খেলার যে জল্পনা ছিল, তা আর বাস্তবায়িত হচ্ছে না। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে হতাশার খবর।
২০১৩-২০১৭ পর্যন্ত বার্সেলোনায় একসাথে খেলেছিলেন মেসি ও নেইমার। লুইস সুয়ারেজকে নিয়ে তৈরি হয় 'এমএসএন' ত্রয়ী। তারা জিতেছিলেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ মোট ১০টি শিরোপা। তবে পিএসজিতে সেই সাফল্যের পুনরাবৃত্তি হয়নি। নেইমারের ইনজুরি ও অন্যান্য কারণে দুজনে মিলে সেরাটা দিতে পারেননি।
বিশ্বকাপের লক্ষ্যে সামনে কী? ডিসেম্বরের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেটি এখনো অনিশ্চিত। তবে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ইউরোপে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।