খেলা

মেসির জবাবেই ইতিহাস! নিজের ভুলেই জ্বলে উঠলেন ৩৮ বছর বয়সী ক্ষুদে জাদুকর, মন্ট্রিয়েলের বিপক্ষে ২ গোল ১ অ্যাসিস্টে দানবীয় এক পারফরম্যান্স!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫
মেসির জবাবেই ইতিহাস! নিজের ভুলেই জ্বলে উঠলেন ৩৮ বছর বয়সী ক্ষুদে জাদুকর, মন্ট্রিয়েলের বিপক্ষে ২ গোল ১ অ্যাসিস্টে দানবীয় এক পারফরম্যান্স!
ভুল? সেটাই কি মেসির সেরা অস্ত্র নয়?
ম্যাচের দ্বিতীয় মিনিটেই ক্যারিয়ারের সবচেয়ে অপ্রত্যাশিত ভুলটি করেন লিওনেল মেসি। নিজের ডিফেন্স থেকে পাস দিতে গিয়ে বল তুলে দেন মন্ট্রিয়েলের খেলোয়াড় প্রিন্স ওউসুর পায়ে। প্রথম টাচেই জালে বল পাঠান তিনি। ইন্টার মায়ামি ০-১ গোলে পিছিয়ে পড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হয় মেসির জবাব — একটি ভুলের প্রতিশোধে তিনি খেলেন এমন এক ম্যাচ, যা জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের পাতায়।

 ম্যাচ সারসংক্ষেপঃ

২ মিনিট: মেসির ভুলে মন্ট্রিয়েলের লিড

 ৩৩ মিনিট: মেসির অ্যাসিস্ট থেকে তাদেও আয়ান্দে'র দুর্দান্ত গোল, সমতায় ফেরে ইন্টার মায়ামি (১-১)

 ৪০ মিনিট: সুয়ারেজের হেড থেকে বল পেয়ে মেসির বামপায়ের গোল, এগিয়ে যায় মায়ামি (২-১)

 ৬০ মিনিট: তেলাস্কো সেগোভিয়া করেন তৃতীয় গোল (৩-১)

 ৬২ মিনিট: আরেকটি ম্যাজিকাল মেসি মোমেন্ট – মাঝমাঠ থেকে বল নিয়ে একাই চার জনকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশ (৪-১)

পুরনো সেই মেসি ফিরে এলেন! ৩৮ বছর বয়সেও যেন ২৮-এর তরুণ লিওনেল মেসি। প্রতিপক্ষের ডিফেন্সকে একের পর এক কাটিয়ে একা ডি বক্সে ঢুকে গোল—যা ২০০৯ সালের সেই বিখ্যাত সলো গোলগুলোকে মনে করিয়ে দেয়।

বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা জেতা এই কিংবদন্তির কাছ থেকে এমন পারফরম্যান্স এখনও মানুষ আশা করে। আর তিনি বারবার প্রমাণ করেন—বয়স তার জন্য শুধুই সংখ্যা।
 এক ভুল, এক জাদু
সাধারণ খেলোয়াড়রা ভুল করলে হতাশ হন, কিন্তু মেসি করেন জবাব। এই ম্যাচে ঠিক সেটাই করেছেন তিনি—
 ২টি গোল
 ১টি অ্যাসিস্ট
৪-১ গোলের বড় জয়

আর সবকিছু শুরু হয়েছে একটি 'অপ্রত্যাশিত' ভুল থেকে।

 ভক্তরা বলছেন:
"ভুলটা করাই দরকার ছিল, নয়তো এমন মেসিকে আবার দেখতাম না!"

"মেসি শুধু গোল করে না, ভুল থেকেও ইতিহাস লিখে!"

"এটাই পার্থক্য—দলের জন্য নিজের ভুলটা নিজের হাতেই শোধ দেন। তিনি মেসি বলেই এটা সম্ভব।"