মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই গড়লেন ৫ উইকেটের রেকর্ড—তার অসাধারণ বোলিংয়ে রুদ্ধশ্বাস এক জয় পেলো বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। বলছি বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বাহাতি স্পিনার তানভীর ইসলাম–এর কথা। চলতি সিরিজেই ওয়ানডেতে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। প্রথম ম্যাচে উইকেট না পেলেও বল ঘুরছিল চোখে পড়ার মতো। আর দ্বিতীয় ম্যাচে পুরোপুরি জ্বলে উঠলেন। মাত্র ৩৯ রানে ৫ উইকেট, শ্রীলংকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন একাই।
দুর্দান্ত শুরু, কিন্তু শেষ করতে দিলেন না তানভীর
প্রায় আড়াইশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলংকা। কিন্তু তানভীর ইসলামের বুদ্ধিদীপ্ত স্পিনে ভেঙে পড়ে তাদের ইনিংস।
টেপ টেনিস দিয়ে যাত্রা শুরু
বরিশালের উজিরপুর উপজেলার এক অজপাড়াগাঁয়ে টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলা শুরু করেন তানভীর। সেখানেই প্রথমবার দেখা মেলে তার বাঁ-হাতি স্পিনের যাদু। টেনিস বলেই স্পিন করিয়ে সবাইকে চমকে দিতেন তিনি।
ঘরোয়া পারফর্মার, জাতীয় দলে আসতে লেগে গেছে সময়
ডিপিএল, বিসিএল, বিপিএলে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স, তবুও জাতীয় দলে ডাক মিলছিল না। কারণ? বাংলাদেশ দলে বাঁ-হাতি স্পিনারের অভাব নেই—সাকিব, তাইজুল, নাসুম, মেহেদি মিরাজরা আগে থেকেই জায়গা ধরে রেখেছেন।
বিপিএলে চমক দেখিয়েই নজরে আসেন
২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তানভীর। ১৭ উইকেট নিয়ে দলের অন্যতম সেরা বোলার হন তিনি। সেই টুর্নামেন্টেই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান প্রশংসা করেছিলেন তানভীরের দক্ষতার।
সংগ্রামী এক জীবনের গল্প
তানভীরের বাবা চাইতেন ছেলে মানুষ হোক পড়ালেখা করে। কিন্তু তানভীরের স্বপ্ন ছিল ক্রিকেট। বাবাকে বোঝাতে না পেরে শেষমেশ এগিয়ে আসেন তার নানা। তিনিই বাবাকে রাজি করান ছেলেকে ক্রিকেটে সুযোগ দিতে।
ভিন্নধর্মী স্পিন
তানভীরের স্পিনের আলাদা বৈশিষ্ট্য হলো তার গতি ও টার্ন। অন্য বাঁ-হাতি স্পিনারদের চেয়ে তুলনামূলক দ্রুত গতির বল করেন তিনি, যার ফলে উইকেট নেয়ার সম্ভাবনা থাকে বেশি। এই দিকেই এখন ভরসা করছে বাংলাদেশ দল।
সিরিজ জয়ের পথে বাংলাদেশ
তানভীর ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ এখন সিরিজ জয়ের দোরগোড়ায়। ক্রিকেটবিশ্বে এখন আলোচনায় বরিশালের সেই অজপাড়াগাঁ থেকে উঠে আসা বিস্ময় প্রতিভা।
তানভীর ইসলাম – একটি নতুন আশার নাম, নতুন বিশ্বাসের প্রতীক। বাংলাদেশের স্পিন আক্রমণে যুক্ত হলো এক নতুন ধ্বজাধারী।