ফুটবল

হ্যাটট্রিক, গোল্ডেন বুট ও রেকর্ডের বৃষ্টি—নাশভিলের বিপক্ষে মেসির জাদুতে ঝলমল করল মায়ামি!

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
হ্যাটট্রিক, গোল্ডেন বুট ও রেকর্ডের বৃষ্টি—নাশভিলের বিপক্ষে মেসির জাদুতে ঝলমল করল মায়ামি!
মাঠের এক প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস—আর বাকিটা যেন শুধুই জাদু! বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে মুহূর্তেই দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে বল জড়াল নেটের কর্নারে। ম্যাচের প্রথম গোলেই দর্শকরা বুঝে ফেললেন, আজকের রাতটা বিশেষ কিছুর জন্যই!
অবশেষে জোড়া গোলের ধারা থেকে বেরিয়ে এসে হ্যাটট্রিক পূর্ণ করলেন লিওনেল মেসি! সমর্থকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাচেই যেন নিজেকে আবার নতুনভাবে ছুঁয়ে দেখলেন আর্জেন্টাইন মহাতারকা।
এর আগে একাধিক ম্যাচে পেনাল্টির সুযোগ সতীর্থদের দিয়ে দানশীলতার পরিচয় দিয়েছিলেন মেসি। কিন্তু এবার পুরো ম্যাচটা যেন নিজের জন্যই খেললেন তিনি—এবং তাতে লিখলেন রেকর্ডের পর রেকর্ড।
প্রথমার্ধে তার অসাধারণ গোলের পর নাশভিল সমতায় ফিরলেও, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার ম্যাচে ফেরান মেসি। এটি ছিল তার চলতি মৌসুমে প্রথম পেনাল্টি গোল। এরপর রদ্রিগেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। আর ৮১ মিনিটে মেসির জাদুকরী তৃতীয় গোলটি নিশ্চিত করে তার দুর্দান্ত হ্যাটট্রিক
এই ম্যাচেই মেসি হয়ে গেলেন মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫০ গোলদাতা।
এছাড়া ২৯ গোল করে তিনি নিশ্চিত করেছেন তার প্রথম গোল্ডেন বুট শিরোপা।
অতিরিক্ত সময়ে সেগোভিয়াকে নিঃস্বার্থ পাস দিয়ে আরেকটি গোল করান সতীর্থকে। ফলে মৌসুম শেষ করলেন রেকর্ড ৪৫ গোলের অবদান রেখে (২৯ গোল + ১৬ অ্যাসিস্ট)।
নাশভিলের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি, আর সেই জয়ের নায়ক নিঃসন্দেহে একটিই নাম—লিওনেল মেসি।
এমন পারফরম্যান্সে এখন আলোচনায় একটাই প্রশ্ন—
 এই মৌসুমেও কি মেসিই হবেন মেজর লিগ সকারের সেরা খেলোয়াড় (MVP)?
গত মৌসুমেও তিনিই হয়েছিলেন বছরের সেরা, আর এবার গোল্ডেন বুটের সঙ্গে হাতছানি দিচ্ছে সেরার মুকুটও!