চ্যাম্পিয়ন্স লিগে এইনরিখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচজুড়ে নজর কেড়েছেন হুলিয়ান আলভারেজ।
শেষ ৩ ম্যাচে সরাসরি ৮টি গোলে জড়িত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড—যার মধ্যে রয়েছে ৬টি গোল ও ২টি অ্যাসিস্ট।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) রাস্পাদোরির গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এরপর ৩৩ মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্টে গোল করেন রবিন ডে নোরমান্দ। বিরতির আগে আলভারেজের বাড়ানো বল থেকে গোল করেন গ্রিজম্যান, প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কফুর্ট একটি গোল শোধ করলেও, ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি অ্যাটলেটিকো। এরপর ৭৩ মিনিটে আলভারেজের অ্যাসিস্টে হেডে গোল করেন জিউলিয়ানো সিমিওনে, যিনি কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে আলভারেজ নিজেই গোল করেন দারুণ এক পানেনকা শটে।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ মিলিয়ে শেষ ৩ ম্যাচে আলভারেজের গোলসংখ্যা দাঁড়ালো ৬, সঙ্গে ২ অ্যাসিস্ট।
- রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২ গোল
- রায়ো ভায়োকানোর বিপক্ষে হ্যাটট্রিক
- এবার চ্যাম্পিয়ন্স লিগে ১ গোল ও ২ অ্যাসিস্ট
চ্যাম্পিয়ন্স লিগে লাউতারোর জোড়া গোল
আর্জেন্টিনার আরেক নাম্বার নাইন লাউতারো মার্টিনেজও ফিরেছেন দারুণ ফর্মে। স্লাভিয়া প্রাহার বিপক্ষে ইন্টার মিলানের ৩-০ গোলের জয়ে করেছেন জোড়া গোল।
৩০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন লাউতারো। ৩৪ মিনিটে ডম্ফ্রিজ ব্যবধান বাড়ান ২-০ তে। এরপর দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে আবারও গোল করেন লাউতারো, যা নিশ্চিত করে ইন্টারের বড় জয়।
ইনজুরি থেকে ফিরে আগের সিরি আ ম্যাচেও একটি গোল করেছিলেন ইন্টার মিলানের অধিনায়ক। সব মিলিয়ে ২ ম্যাচে ৩ গোল করে ফিরে এসেছেন চেনা ছন্দে।
আর্জেন্টিনার স্ট্রাইকার সংকট? এখন সেটা ইতিহাস!
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার নাম্বার নাইন পজিশন নিয়ে অনেকদিন ধরেই ছিল আলোচনা। তবে এখন যেভাবে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ ফর্মে আছেন, তাতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সামনে ‘মিষ্টি সমস্যা’ হয়ে দাঁড়াবে—কাকে মূল একাদশে খেলানো হবে?
দুজনই নিজের ক্লাবের হয়ে যেভাবে গোল করে যাচ্ছেন, তাতে তাদের আক্রমণভাগের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়নরা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
সংক্ষিপ্ত পরিসংখ্যান (শেষ ৩ ম্যাচ)
হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)
- গোল: ৬
- অ্যাসিস্ট: ২
- ম্যাচ: ৩
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)