ফুটবল

মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি
২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর, আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এখনও নিশ্চিত না হলেও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কি তাঁদের শেষ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন?


৩৮ বছর বয়সী মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি সেখানে (২০২৬ বিশ্বকাপে) থাকতে চাই। ৪০ বছর বয়সী রোনালদোও আগেই জানিয়েছেন, সুযোগ পেলে তিনি খেলতে চান আরও একবার।

মেসি নাকি রোনালদো—কার সম্ভাবনা বেশি?
এই প্রশ্নটাই করা হয়েছিল নেদারল্যান্ডসের সাবেক তারকা ওয়েসলি স্নেইডারকে।
 ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা এ মিডফিল্ডার আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ইন্টারের হয়ে।
৪১ বছর বয়সী এই সাবেক ফুটবলার বলেছেন, এটা বলা খুব কঠিন। তবে পর্তুগালের দলটা এখন খুবই শক্তিশালী। আমার কাছে তারা অন্যতম ফেবারিট। তাই বলব, মেসির চেয়ে রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
 স্নেইডারের মতে, সেই সাফল্যে ভাগ্যের ছোঁয়াও ছিল, কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপটা ছিল দারুণ। তারা ভালো খেলেছে, আবার একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার মতে পর্তুগাল শ্রেয়তর দল।
২০০৪ সালে ‘ডাচ ফুটবলার অব দ্য ইয়ার’ ও ২০১০ বিশ্বকাপে ‘রুপার বলজয়ী’ স্নেইডার ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন। অবসরের আগে কাতারের আল ঘারাফা ক্লাবে খেলেছেন কিছুদিন।

সাক্ষাৎকারে স্নেইডারকে জিজ্ঞাসা করা হয়, এখন খেলা চালিয়ে গেলে তিনি মেসির মতো এমএলএসে না রোনালদোর মতো সৌদি প্রো লিগে যোগ দিতেন?
উত্তরে তিনি বলেন, আমি দুটো জায়গাতেই যেতাম, নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে। তবে কাতারের অভিজ্ঞতা তো আগেই হয়েছে। তাই সৌদি আরবের চেয়ে এমএলএসকে বেছে নেওয়াই সহজ হতো। কারণ, আমার ছেলে থাকে লস অ্যাঞ্জেলেসে।
তিনি আরও যোগ করেন, আমি লস অ্যাঞ্জেলেসের কোনো দলে যোগ দিতাম। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ইতিহাস সমৃদ্ধ, আর লস অ্যাঞ্জেলেস এফসি নতুন হলেও দারুণ করছে। আমি ছেলেকে দেখতে প্রায়ই সেখানে যাই, তাই কোনো একটিকে বেছে নেওয়া কঠিন।