ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার হঠাৎ পতন: পেনাল্টিতে বিধ্বস্ত দুই পরাশক্তি, এক ধাক্কায় ব্রাজিল নেমে ৫ নম্বরে

Sports Reporter

Sports Reporter

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ব্রাজিল-আর্জেন্টিনার হঠাৎ পতন: পেনাল্টিতে বিধ্বস্ত দুই পরাশক্তি, এক ধাক্কায় ব্রাজিল নেমে ৫ নম্বরে
কাকতালীয় হলেও বাস্তব! আগের ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়, আর এবার ঠিক উল্টো—দুদলই হেরে বসে ১-০ গোলে। তাও আবার একেবারে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের পেনাল্টি থেকেই এসেছে একমাত্র গোলটি। আর্জেন্টিনার হারের আনন্দে ভাসতে না ভাসতেই ব্রাজিল সমর্থকদের মুখে বিষাদের ছায়া—৩০ মিনিট পার হওয়ার আগেই সেলেসাওরাও হেরে বসেছে ঠিক একই ব্যবধানে।
তবে এখানেই শেষ নয়। পারফরম্যান্সে ভাটা ধরায় বড় পার্থক্য দেখা গেছে র‍্যাঙ্কিংয়েও। আর্জেন্টিনা হারলেও থেকেছে এক নম্বরেই, কিন্তু ব্রাজিল নেমে গেছে এক ধাক্কায় পাঁচে।
 পেনাল্টিতে ভর করে বিশ্বকাপে, আর সেই পেনাল্টিতেই কাল
যে পেনাল্টি সিদ্ধান্ত ব্রাজিলকে আমেরিকা বিশ্বকাপের টিকিট এনে দিয়েছিল, সেটিই যেন এবার ছুরি হয়ে ফিরে এলো তাদের বুকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল ব্রাজিল এতদিন প্রতিপক্ষকে একটি পেনাল্টিও দেয়নি। অবশেষে সেই ইতিহাস ভেঙে নিজেদের শেষ ম্যাচেই প্রথমবারের মতো পেনাল্টি উপহার দিলো বলিভিয়াকে—আর সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
 বলিভিয়ার ধাক্কায় বিধ্বস্ত ব্রাজিল
বলিভিয়ার ঘরের মাঠ লা পাজ—যার উচ্চতা প্রায় ৩৬০০ মিটার! এই ভেন্যুতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা তো আছেই, তার ওপর বলিভিয়ার গতিময় খেলা যেন আরও কঠিন করে তোলে প্রতিপক্ষের জন্য।
ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলত্তির অধীনে এই ম্যাচ ছিল ব্রাজিলের জন্য একটি পরীক্ষা। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন বেঞ্চের খেলোয়াড়রা। কিন্তু সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে ভয়াবহভাবে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রুনো গুইমারেসের ভুলে প্রতিপক্ষ পায় পেনাল্টি। গোলরক্ষক এলিসন বেকার বরাবরের মতোই ব্যর্থ হন পেনাল্টি ঠেকাতে। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সেলেসাওরা।
 দ্বিতীয়ার্ধে ‘বড় নাম’ দিয়েও বদলানো গেল না ভাগ্য
দ্বিতীয়ার্ধে রাফিনহা, এস্তাভাও, মার্কুইনহোস, জোয়াও পেদ্রোদের মাঠে নামিয়েও লাভ হয়নি। বরং শেষ দিকে গিয়ে একের পর এক হলুদ কার্ড খেয়ে পরিস্থিতি আরও জটিল করে ফেলে ব্রাজিল।
বল দখল, পজিশনিং—সবখানেই পিছিয়ে ছিল তারা। বলিভিয়া বারবার আক্রমণে চেপে ধরে, এবং ব্রাজিলের কৌশলগত দুর্বলতা চোখে পড়ে স্পষ্টভাবে।
 এক হারে বড় ধস র‍্যাঙ্কিংয়ে
হারের পর ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকলেও এই হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনাও একইভাবে ১-০ গোলে হেরেছে পেনাল্টিতে, তবে তারা এখনও শীর্ষস্থান ধরে রেখেছে।
 কী বলছে পরিসংখ্যান?
  • দক্ষিণ আমেরিকা বাছাইয়ে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া: ব্রাজিল (৫টি)
  • বলিভিয়ার মাঠে অতীত ফলাফল:
    • ব্রাজিল: ৫ গোল হজম (২০০৯)
    • আর্জেন্টিনা: ৬ গোল হজম (২০০৯)
  • ব্রাজিলের শেষ ম্যাচে পেনাল্টি হজম: ১টি (১ম বার)