ফুটবল দুনিয়া অপেক্ষা করছে এক নতুন মহারণের—লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। একদিকে ইতিহাসের সেরা তারকা, অন্যদিকে বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ প্রতিভা। ভক্তরা নাম দিয়েছেন—গোট বনাম বেবি গোট। আর সেই ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইছে ফিফা।
মেসি বনাম ইয়ামাল: প্রজন্মের সংঘাত
বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে লিওনেল মেসি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল, এসিস্ট, শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতে তিনি হয়ে উঠেছেন ক্যাম্প ন্যুর চিরন্তন নাম্বার টেন। তার বিদায়ে শেষ হয়েছিল এক স্বর্ণযুগের অধ্যায়। কিন্তু লা মাসিয়া একাডেমি আবারও উপহার দিয়েছে নতুন প্রতিভা—লামিন ইয়ামালকে। দুটি দুর্দান্ত মৌসুমের পর সমর্থকরা তার খেলায় খুঁজে পেয়েছেন মেসির ছায়া। তাই তো বিখ্যাত ১০ নাম্বার জার্সি তুলে দেওয়া হয়েছে তার কাঁধে।
ফিনালিসিমায় মুখোমুখি
মেসি ক্লাব পর্যায়ে ইয়ামালের সঙ্গে খেলার সুযোগ পাননি। তবে আন্তর্জাতিক ফুটবলে সেই সুযোগ আসছে একবারই। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বৈরথে নির্ধারিত হয়েছে তাদের মুখোমুখি লড়াই। এটাই হবে ফিনালিসিমা ম্যাচের মূল আকর্ষণ।
স্থগিত থেকে বাস্তবায়ন
আসলে ২০২৫ সালেই আয়োজনের কথা ছিল এই ম্যাচ। কিন্তু স্পেনের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আগামী বছর মার্চ মাসে আয়োজন করা হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর সেখানে নজর থাকবে কেবল মেসি ও ইয়ামালের দিকে।
ভেন্যুতে চমক
ডিআরিও এএস জানিয়েছে, ফিফা চাচ্ছে ম্যাচটি আয়োজন করতে ফুটবল ইতিহাসের ঐতিহাসিক মঞ্চে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে। আর সেখানেই নাকি বসতে পারে এই রাজকীয় লড়াইয়ের আসর। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে উয়েফা ও কনমেবলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
মেসি থেকে ইয়ামাল: টর্চ হস্তান্তর?
এই ম্যাচ শুধু ফিনালিসিমার শিরোপা লড়াই নয়, বরং ফুটবল দুনিয়ায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নেতৃত্ব হস্তান্তরের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। মেসির লেগেসি বহন করার দায়িত্ব যেন আনুষ্ঠানিকভাবে চলে যাবে ইয়ামালের হাতে।
ইতিহাসের পাতায় ফিনালিসিমা
এখন পর্যন্ত মাত্র তিনবার ফিনালিসিমা অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৮৫ সালে প্রথম আসরে ফ্রান্স শিরোপা জেতে উরুগুয়েকে হারিয়ে।
- ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে শিরোপা পায় আর্জেন্টিনা।
- ২০২২ সালে ইতালিকে হারিয়ে আবারও ট্রফি তুলে ধরে আর্জেন্টিনা।
এবার ২০২৬ সালে স্পেন চাইবে তাদের প্রথম ফিনালিসিমা শিরোপা, আর মেসির আর্জেন্টিনা চোখ রাখবে তৃতীয় ট্রফির দিকে।