প্রবাদে আছে, চীনের দুঃখ হোয়াংহো। ফুটবলে হয়তো বলা যায়, রোনালদোর দুঃখ মরক্কো। তবে শুধু রোনালদো নয়, এবার সেই মরক্কোই ব্রাজিলের জন্যও হয়ে উঠলো বিভীষিকা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে বিদায়ের শঙ্কায় পড়েছে সেলেসাওরা।
চিলির মাঠে চলছে যুব ফুটবলের সবচেয়ে বড় আসর, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সি গ্রুপে থাকা ব্রাজিল প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে আধিপত্য দেখিয়েও ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে বল দখল ও একাধিক শট নিয়েও গোলের দেখা পায়নি সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৬০ মিনিটে ইয়াসিনের ক্রস থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন মাম্মা। এরপর ৭৬ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি। শেষ সময়ে পেনাল্টি থেকে ইয়াগো গোল করলেও তাতে কেবল ব্যবধানই কমে (২-১)।
এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সামনে শেষ ম্যাচ স্পেনের বিপক্ষে। সেখানে হার মানেই বিদায়। তবে জয় বা ড্র করলে নকআউটে যাওয়ার আশা টিকে থাকবে, কারণ সেরা তৃতীয় দল হিসেবেও জায়গা পাওয়া সম্ভব। তাই শেষ ম্যাচটাই হয়ে উঠবে ব্রাজিলের জন্য বাঁচা-মরার লড়াই।