ফুটবল

ডি মারিয়ার ঘোষণায় স্বস্তি—দেশের মাটিতে আবারও দেখা যাবে মেসিকে

Sports Reporter

Sports Reporter

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ডি মারিয়ার ঘোষণায় স্বস্তি—দেশের মাটিতে আবারও দেখা যাবে মেসিকে

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন—এমন গুঞ্জন অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। নিজেও স্বীকার করেছেন, তিনি আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত নন। তবে হতাশার কিছু নেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য। আশার আলো জ্বালালেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া।
ডি মারিয়া স্পষ্ট জানালেন, ভেনেজুয়েলার বিপক্ষে মনুমেন্তালে হওয়া ম্যাচই মেসির শেষ ম্যাচ নয়। তিনি বলেন, “আমি জানি এটাই লিওর দেশের মাঠে শেষ ম্যাচ নয়। সে অবসর নিচ্ছে না, বিশ্বকাপেও খেলবে এবং দেশের মাঠেও ফিরবে।”
প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ম্যাচ শেষে সতীর্থদের পোস্ট, ভক্তদের আবেগমাখা ধন্যবাদ আর আগমনে অনেকেই ধরে নিয়েছিলেন—ঘরের মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখে ফেললেন মেসি। তবে ডি মারিয়ার না থাকা নিয়ে অবাক হয়েছিলেন অনেকে। বয়সে প্রায় সমান এই দুই তারকা একসাথে যেমন হেরেছেন তিনটি বড় ফাইনাল, তেমনি জিতেছেন বিশ্বকাপসহ একাধিক শিরোপা। অথচ মেসির সম্ভাব্য বিদায়ের দিনে ছিলেন না ডি মারিয়া।
কিন্তু এখন জানা গেল, ইচ্ছে করেই মাঠে যাননি তিনি। কারণ, তার বিশ্বাস ছিল—এটাই শেষ নয়। আর তার বক্তব্যে যেন নতুন করে প্রাণ ফিরে পেল আর্জেন্টিনা সমর্থকরা।
উল্লেখ্য, মেসি আগেই জানিয়েছিলেন শরীর সুস্থ থাকলে খেলবেন। কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, মেসি যে সিদ্ধান্তই নেবেন, সেটিই মেনে নেবে দল। তবে ডি মারিয়ার আশ্বাসে এবার আর্জেন্টিনার ভক্তরা আশা বেঁধে নিতে পারে—রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে দেখা যাবে লিওনেল মেসিকে। আর ভাগ্য যদি মিলে যায়, তবে মেসি-রোনালদো দুজনকেই দেখা যাবে ফুটবল ইতিহাসের এই অনন্য আসরে।
 দুজন মিলে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন অগণিত সাফল্য—অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ, ২০০৮ অলিম্পিক স্বর্ণ, দুটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপ। যেখানে দুটি ফাইনালে সেরা হয়েছেন মেসি, দুটি ফাইনালে ডি মারিয়া। তাদের হাত ধরেই আর্জেন্টিনা পেয়েছে সর্বকালের সেরা অর্জন।