ফুটবল

নেইমারকে ছাড়া কি তবে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা?

Sports Reporter

Sports Reporter

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
নেইমারকে ছাড়া কি তবে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা?
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে কার্লো আঞ্চেলত্তির সিদ্ধান্ত। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুইবার স্কোয়াড ঘোষণা করেছেন এই ইতালিয়ান কোচ, কিন্তু দু’বারই জায়গা হয়নি নেইমারের।
অনেকে ভেবেছিলেন, নেইমারের ইনজুরিই এর কারণ। কিন্তু বাস্তবতা অন্যরকম। গত ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে খেলেছেন নেইমার। ম্যাচ গোলশূন্য ড্র হলেও স্পষ্ট হয়ে গেছে—তিনি এখন ইনজুরি মুক্ত। তবুও আঞ্চেলত্তির ঘোষিত দলে নেই তার নাম।
ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি নেইমারকে ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা করছে ব্রাজিল?
আসলে আঞ্চেলত্তি সরাসরি নেইমারকে বাদ দেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না। তবে তার দলে জায়গা না পাওয়াটা ইঙ্গিত করছে, ভবিষ্যৎ পরিকল্পনায় হয়তো আর নেই তিনি। নেইমারও যেন সেটা বুঝতে পারছেন। ফ্লুমিনেন্স ম্যাচ শেষে তিনি বলেছেন,
 “আমার মনে হয় না কোচ আমাকে বাদ দিয়েছে শারীরিক কারণে। এটা তার সিদ্ধান্ত। আমি সেটা সম্মান করি এবং ব্রাজিল দলের জন্য শুভকামনা জানাই।”
এই মন্তব্যে পরিষ্কার হয়ে যায়, নেইমারের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে সেলেসাও দলে। প্রায় দুই বছর হয়ে গেল হলুদ জার্সি গায়ে চড়েননি তিনি। অথচ নিজের ইচ্ছে এখনো আছে জাতীয় দলে ফেরার।
কিন্তু আঞ্চেলত্তির ভাবনায় নেইমারের নাম না থাকায় জোরালো হচ্ছে গুঞ্জন—হেক্সার মিশনে নেইমারকে ছাড়া দল সাজাতেই নামছেন ব্রাজিল কোচ।