ফুটবল

জায়ান্ট চেলসি পেল আর্জেন্টিনার নতুন রত্ন, ডি মারিয়ার উত্তরসূরি ফাকুন্দো বুয়োনানত্তে

Sports Reporter

Sports Reporter

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
জায়ান্ট চেলসি পেল আর্জেন্টিনার নতুন রত্ন, ডি মারিয়ার উত্তরসূরি ফাকুন্দো বুয়োনানত্তে
ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে আবারও আলোচনায় চেলসি। এঞ্জো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গার্নাচোর পর এবার লন্ডনের জায়ান্ট ক্লাবে নাম লেখালেন আরও এক আর্জেন্টাইন প্রতিভা—ফাকুন্দো বুয়োনানত্তে। মাত্র ২০ বছর বয়সী এই মিডফিল্ডারকে ইতোমধ্যেই বলা হচ্ছে আর্জেন্টিনার কিংবদন্তি এঞ্জেল ডি মারিয়ার উত্তরসূরি।
ডি মারিয়ার বিকল্প?
ফাকুন্দোর খেলার স্টাইল নিয়ে প্রশংসা করেছেন স্বয়ং ডি মারিয়াই। তিনি মনে করেন, তরুণ এই ফুটবলারের খেলার ধরন অনেকটা তার মতোই। কাকতালীয়ভাবে দুজনের ক্যারিয়ারের শুরু একই ক্লাব—রোজারিও সেন্ট্রাল থেকে।
জাতীয় দলের অভিষেক এবং পারফরম্যান্স
লিওনেল স্কালোনি এক বছর আগেই জাতীয় দলে ডাক দেন ফাকুন্দোকে। আর সেই সুযোগ পেয়েই আলো ছড়ান তরুণ এই মিডফিল্ডার। গত মৌসুমে ব্রাইটনের হয়ে খেলেছেন তিনি। সিজন শেষে তার ঝুলিতে যোগ হয়েছে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট—যেখানে বেশিরভাগ সময়ই তিনি ছিলেন না স্টার্টিং ইলেভেনে।
ট্রান্সফার যুদ্ধ জিতে চেলসি
ফাকুন্দোকে দলে নিতে আগ্রহী ছিল বুরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবও। তবে শেষ পর্যন্ত ব্রাইটন ধারে ছাড়ে তাকে চেলসিতে। আগামী মৌসুমে স্থায়ীভাবে কেনার সুযোগও থাকবে ব্লুজদের হাতে।
খেলার ধরন
ফাকুন্দো মূলত একজন এটাকিং মিডফিল্ডার হলেও তার খেলা শুধুই আক্রমণে সীমাবদ্ধ নয়। মিডফিল্ড থেকে ডিফেন্স পর্যন্ত তিনি সমান কার্যকর। প্রতিপক্ষের ফুল-ব্যাকদের চাপে রাখা, বল ইন্টারসেপশন কিংবা বিপদের মুহূর্তে ডিফেন্সিভ অ্যাকশনে নামা—সব ক্ষেত্রেই তার দক্ষতা প্রমাণিত। এছাড়া সেট-পিস নিতেও দারুণ পারদর্শী এই আর্জেন্টাইন।
চেলসিতে সম্ভাবনা
চেলসির মিডফিল্ড বর্তমানে প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী। তাই ফাকুন্দো কতটা সুযোগ পাবেন, তা নিয়ে প্রশ্ন থাকলেও আশা করা হচ্ছে কোচিং স্টাফের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তার। কারণ এত চেষ্টায় তাকে দলে আনার মানে পরিষ্কার—তাকে ঘিরেই আছে ভবিষ্যৎ পরিকল্পনা।
আর্জেন্টিনার ভবিষ্যৎ
২০০৪ সালে জন্ম নেওয়া ফাকুন্দোর বয়স এখন মাত্র ২০। জাতীয় দলের হয়ে এখনও বড় কোনো অবদান না রাখলেও তাকে ডি মারিয়ার প্রকৃত উত্তরসূরি ভাবা হচ্ছে। কারণ তার গতি, ড্রিবলিং এবং মাঠে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের বড় ভরসা হতে পারে।
মেসি–ডি মারিয়ার পরবর্তী যুগে আর্জেন্টিনা যে নতুন তারকাদের হাতে দায়িত্ব তুলে দেবে, সেই তালিকায় ফাকুন্দো বুয়োনানত্তে এখনই জায়গা করে নিয়েছেন। আর চেলসিতে তার আগমন আর্জেন্টাইন ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের খবর।