ফুটবল

দুই গোলে সবার উপরে মেসি, কেন ভিনগ্রহের প্রমাণ হল আবার

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫
দুই গোলে সবার উপরে মেসি, কেন ভিনগ্রহের প্রমাণ হল আবার
লিওনেল মেসি এখন যেন মাঠে নামেন শুধুই ‘জোড়া গোল’ করতে! কথাটা যেমন অবিশ্বাস্য শোনায়, পরিসংখ্যান বলছে—এটাই বাস্তব। মেজর লিগ সকারে শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই করেছেন জোড়া গোল। বয়সকে থামিয়ে দিয়ে আবারও প্রমাণ করছেন—জাদু কখনও পুরনো হয় না। তিনি যে সবার সেরা, সেটা তো পরিসংখ্যান বলে দিচ্ছে সবাইকে। 


শুক্রবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে মেসির ইন্টার মায়ামি। তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না। প্রতিপক্ষের মাঠে খেলা, আগের ম্যাচে হার—সব মিলিয়ে কিছুটা চাপে ছিল দল। সেই চাপ বাড়িয়ে দেয় ১৫ মিনিটে আলেক্সান্ডার হ্যাকের গোল।
কিন্তু মেসি থাকলে ঘুরে দাঁড়ানো সময়ের ব্যাপার। ২৪ মিনিটে তার চোখ ধাঁধানো পাসে গোল করেন জর্দি আলবা, ম্যাচে সমতা ফেরে। এরপর টেলাস্কো সেগোভিয়ার জোড়া গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।


দ্বিতীয়ার্ধে মেসি নিজেই শো শুরু করেন। ৬০ মিনিটে সার্জিও বুস্কেটসের পাস ধরে ড্রিবল করে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এরপর ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মাধ্যমে লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ১৮, যা তাকে এনে দেয় শীর্ষ স্কোরারের আসন। এই গোলে ছাড়িয়ে যান রোনালদোকে। পেনাল্টি ছাড়া এখন তার গোল ৭৬৪, যেখানে রোনালদোর গোল ৭৬৩! 
ম্যাচে দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট—ফলাফল? স্বাভাবিকভাবেই ম্যাচসেরা মেসি।


এই জয়ে ইন্টার মায়ামি উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। মাত্র দুই বছর আগে যারা ছিল লিগের তলানিতে, সেই দল আজ শিরোপার অন্যতম দাবিদার। গত বছর তো রেকর্ড গড়ে জিতেছিল ট্রফি। আর এই উত্তরণের পেছনে সবচেয়ে বড় নাম—লিওনেল মেসি।
যে বয়সে অনেকেই অবসরের কথা ভাবেন, সেই বয়সে মেসি হয়ে উঠেছেন মায়ামির প্রাণভোমরা। তিনি আবারও প্রমাণ করছেন, মেধা, মানসিকতা আর ম্যাজিকে গড়া খেলোয়াড়দের জন্য বয়স শুধুই একটি সংখ্যা।