সৌদি আরবে আয়োজিত হবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এই আসর আয়োজনে অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া বিড না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের কোনো বাধা রইল না।
ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন হবে ২০৩০ সালে। ফুটবল মহাযজ্ঞের সেই শততম আসর আয়োজনের ইচ্ছা প্রকাশ করেও পরে আর বিড করেনি সৌদি আরব। তবে পরের বিশ্বকাপ দেশটিতে হতে যাচ্ছে।
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী হিসেবে সৌদি আরব নিশ্চিত হলেও ফিফার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অবশ্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে।
দেশটি গত কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে প্রচুর অর্থ ব্যয় করছে। নতুন করে ঢেলে সাজাচ্ছে তাদের ক্রীড়াঙ্গন। সৌদি প্রো লিগে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা। শুধু কী ফুটবল? অন্যান্য খেলাতেও দুই হাত উজাড় করে ব্যয় করছে সৌদি।