ফুটবল

মেসির ঘরের মাঠে সম্ভাব্য বিদায়: ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

Sports Reporter

Sports Reporter

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
মেসির ঘরের মাঠে সম্ভাব্য বিদায়: ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
আগামী ৫ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে, ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যদি সব কিছু ঠিক থাকে, তবে এই ম্যাচে লিওনেল মেসিকে শেষবারের মতো দেশের মাটিতে দেখা যাবে আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপের আগে আর কোনো ঘরের মাঠের ম্যাচ নেই, নতুন করে যদি কোনো প্রীতি ম্যাচের আয়োজন না হয়, তবে এই বাছাইপর্বের ম্যাচই হতে যাচ্ছে মেসির ঘরের মাঠে শেষ মুহূর্ত।
ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের ইতিহাস স্পষ্টভাবে বলে দিচ্ছে আকাশি-সাদা জার্সিধারীদের শক্তি। ২৯ ম্যাচে মাত্র ২ বার হেরেছে, ড্র হয়েছে ২ ম্যাচে, আর বাকি ২৪ ম্যাচে জয় এসেছে আলবিসেলেস্তেদের। ঘরের মাঠে তাই প্রত্যাশা কেবল জয় নয়, বরং দাপুটে জয়, যেন প্রতিপক্ষকে আরও একটি হতাশার দিন উপহার দেওয়া হয়।
সম্ভাব্য একাদশ
  • গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ২০২১ সাল থেকে আস্থা জুগিয়ে চলেছেন।
  • ডিফেন্স: সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডী ও ক্রিস্টিয়ান রোমেরো, উইং ব্যাকে নাহুয়েল মলিনা ও মার্কোস আকুনা।
  • মধ্যমাঠ: ম্যাক এলিস্টার, নিকো পাজ, রদ্রিগো ডি পল অথবা লো সেলসো—কোচ লিওনেল স্কালোনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আনতে পারেন।
  • আক্রমণ: লিওনেল মেসি অবশ্যই থাকবেন। তার পাশে ফ্রাংকো মাস্তানতুনো বা আলমাদার, এবং নাইন নম্বরে হতে পারে লাউতারো বা হুলিয়ান আলভারেজ।
মেসির ম্যাচ, মেসিময় রাত
আর্জেন্টিনার জন্য পয়েন্ট বা বিশ্বকাপের টিকিট এখন আর উদ্বেগের বিষয় নয়। তাই এই ম্যাচ শুধু মেসির জন্য—মাঠের প্রতিটি করতালি, প্রতিটি স্লোগান, প্রতিটি চিৎকার হবে লিওনেল মেসিকে ঘরে দেখা শেষবারের মুহূর্ত উদযাপন। রাজধানী বুয়েনস আইরেসের স্টেডিয়াম এস্তাদিও মাস মনুমেন্টালে সেই দিনে ইতিহাসের সাক্ষী হয়ে উঠবে।