ক্রিকেট

ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাম হাতের আঙ্গুলে ব্যথা পান এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে এক্স-রে করালে সাকিবের বাম হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। আর তাতে ভারত বিশ্বকাপের প্রথম পর্বে পুনেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি থাকা ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না সাকিবের। কাগজে কলমে এখনও সম্ভাবনা থাকলেও কার্যত টাইগারদের এই বিশ্বকাপ শেষ। তাই সাকিবের এই বিশ্বকাপে আর ম্যাচ খেলা হচ্ছে না।

জানা গেছে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দেশে চলে আসছেন সাকিব আল হাসান। দেশে ফিরতে ইতোমধ্যে হোটেল ত্যাগ করেছেন এই ক্রিকেটার।