উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাতে আলো ঝলমলে স্টামফোর্ড ব্রিজে দেখা গেল এক দারুণ প্রদর্শনী। আয়াক্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্লুজরা।
১৮ মিনিটে ওয়েসলি ফোফানার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্ক গুইয়ু। ২৭ মিনিটে কাইসেদোর শটে ব্যবধান হয় ২-০। এরপর ৩৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আয়াক্স।
কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে গল্পটা পুরো বদলে দেন এঞ্জো ফার্নান্দেজ ও এস্তেভাও উইলিয়ান।
৪৫ মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করেন এঞ্জো। অতিরিক্ত সময়ে দল আবারও পায় পেনাল্টি—তবে অধিনায়ক নিজে না নিয়ে বল তুলে দেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এস্তেভাওয়ের হাতে।
১৭ বছরের এই উইঙ্গার সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে ইতিহাস গড়েন—চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনি।
শেষ দিকে আরও একটি গোল করে ৫-১ ব্যবধানে মাঠ ছাড়ে চেলসি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতেছে জুড বেলিংহামের একমাত্র গোলে, আর লিভারপুল ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রাংকফুর্টকে।