খেলা

টি২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাফিজ! এখন তিনি ডট বলের রাজা

Sports Reporter

Sports Reporter

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
টি২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাফিজ! এখন তিনি ডট বলের রাজা
লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাদেরও খারাপ দিন যায়। কিন্তু তাদের আলাদা করে তোলে একটাই জিনিস—নিজেদের বাজে দিনেও ইতিহাস গড়া। সেই বিরল কাতারেই এখন জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
২০২৫ সাল যেন দেখছে এক নতুন, আরও ভয়ংকর মুস্তাফিজকে। ঠিক যেন ২০১৫ সালের সেই মুস্তাফিজ—যিনি মাঠে নামতেন প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে, ব্যাটসম্যানদের নিয়ে খেলতে। এক দশক পর আবারও সেই ফিজ ফিরে এসেছেন, তবে এবার আরও পরিপক্ব, আরও শক্তিশালী রূপে।
এই বছর তার ইকোনমি রেট ৬.০৫—যা ২০১৫ সালের পর সেরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হয়তো দিনটা ভালো যায়নি; ৪ ওভারে উইকেটশূন্য থেকে খরচ করেছেন ৪০ রান। কিন্তু সেই খারাপ দিনেই তিনি লিখে ফেলেছেন ইতিহাসের নতুন অধ্যায়—টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক তিনি!
এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি (১১৩৮ ডট বল)। কিন্তু এবার তাকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান, যার ডট বল সংখ্যা এখন ১১৪২। আরও অবিশ্বাস্য ব্যাপার হলো—সাউদির তুলনায় অনেক কম বলে এই কীর্তি গড়েছেন ফিজ। সাউদি যেখানে ২৭৫৩ বলে এই রেকর্ড গড়েছিলেন, সেখানে মুস্তাফিজ তা করেছেন মাত্র ২৬১৬ বলে।
সবচেয়ে বেশি ডট বল করা খেলোয়াড়দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশেরই একসময়ের গর্ব—সাকিব আল হাসান। ১০৭৮টি ডট বল করে তিন নম্বরে আছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের আদিল রাশিদ (৯৮৮), আর পঞ্চম স্থানে আফগান স্পিনার রাশিদ খান (৯৭২), যিনি এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারীও বটে।
আরও দারুণ বিষয় হলো, মুস্তাফিজ যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন—সেই প্রজন্মের বুমরাহ, শাহিন আফ্রিদি, মিচেল স্টার্করা—সবাই এখন পিছিয়ে। উদাহরণস্বরূপ, জাসপ্রিত বুমরাহ করেছেন ৮১২ ডট বল, যদিও তিনি মাত্র ১৬১৮টি বল করেছেন—যা দক্ষতার দিক থেকে বিস্ময়কর।
তবুও, পরিসংখ্যান বলছে—টি২০ ক্রিকেটে এখন মুস্তাফিজুর রহমানই রাজা। ডট বল, নিয়ন্ত্রণ আর ধারাবাহিকতায় তিনি ছুঁয়েছেন এক অনন্য উচ্চতা, যেখানে পৌঁছানো শুধু কল্পনারই বিষয় বাকিদের জন্য। 👑
📊 টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ডট বল (২০২৫ পর্যন্ত):
১️⃣ মুস্তাফিজুর রহমান – ১১৪২
২️⃣ টিম সাউদি – ১১৩৮
৩️⃣ সাকিব আল হাসান – ১০৭৮
৪️⃣ আদিল রাশিদ – ৯৮৮
৫️⃣ রাশিদ খান – ৯৭২