খেলা

সাইফ নাকি ফিজ—বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রাজা কে?

Sports Reporter

Sports Reporter

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সাইফ নাকি ফিজ—বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রাজা কে?
টি–টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এক এঙ্গেল থেকে দেখলে সহজেই ভুল হতে পারে—সাইফ হাসান নাকি বিরাট কোহলি! শুধু দর্শনে নয়, শট সিলেকশনেও যেন মিশে আছে কোহলির সেই অনবদ্য ক্লাস। শান্ত, স্থির, কিন্তু মারকাটে—সাইফ যেন ব্যাট হাতে এখন বাংলাদেশের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
কিছু প্রশ্ন না করলেই নয়, তবে উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে? মুস্তাফিজুর রহমান নাকি সাইফ হাসান?
এক মাস আগেও হয়তো এই প্রশ্নটা অচিন্তনীয় ছিল। কিন্তু এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের পর এই প্রশ্নটাই এখন আলোচনার শীর্ষে।
মুস্তাফিজুর রহমান তো গত এক দশক ধরে টি–টোয়েন্টিতে বাংলাদেশের সেরা মুখ। সবচেয়ে বেশি ডট বল, সবচেয়ে বেশি উইকেট—এই ফরম্যাটে তার পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে বলা হয় “কাটার মাস্টার”। মাঠে ফিজ মানেই যেন দলের জয়ের নিশ্চয়তা।
তবে এই বছর এক অন্য গল্প লিখছেন সাইফ হাসান। দুই বছর পর টি–টোয়েন্টিতে ফিরেই তিনি প্রমাণ করেছেন, এটা হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তন।
তার সবচেয়ে বড় গুণ—তিনি পজিশনের জন্য অস্থির নন। ওপেনিং, তিন বা চার—যেখানেই নামুন, ব্যাটে ছড়ান আলো। এই বছর ১০ ম্যাচে ৯ ইনিংস খেলেছেন, করেছেন ৩০৮ রান। গড় ৪৪, স্ট্রাইক রেট প্রায় ১৪০! সংখ্যার খেলায় এটা নিঃসন্দেহে অসাধারণ।
আরও বিস্ময়কর হলো তার ছক্কা মারার ক্ষমতা। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে তার ব্যাটে এসেছে ৯টি ছয়, যেখানে চার মাত্র ৩টি! অর্থাৎ প্রতি তিন ছয়ের বিপরীতে একটি চার—টি–টোয়েন্টির আসল সংজ্ঞাটাই যেন নতুনভাবে লিখছেন সাইফ। এই বছর তার মোট ৩০৮ রানে ২৪টি ছয় ও ১৪টি চার—অবিশ্বাস্য অনুপাত!
অন্যদিকে, মুস্তাফিজ আছেন তার নিজের রাজত্বে। এক দশক ধরে ধারাবাহিক সাফল্য, বোলিংয়ে নিখুঁত নিয়ন্ত্রণ আর উইকেট নেওয়ার দক্ষতায় এখনো তিনি বাংলাদেশের টি–টোয়েন্টির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র।
তবুও প্রশ্নটা থেকে যায়—২০২৫ সালের এই মুহূর্তে বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে?
ফর্মের বিচারে সাইফ এগিয়ে, ধারাবাহিকতার হিসেবে ফিজ এখনো শীর্ষে।