খেলা

রাস্তার বিস্কুট বিক্রেতা থেকে মেসির সতীর্থ! প্রীতি ম্যাচের দলে চমক নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

Sports Reporter

Sports Reporter

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
রাস্তার বিস্কুট বিক্রেতা থেকে মেসির সতীর্থ! প্রীতি ম্যাচের দলে চমক নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা
আগামী অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এজন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে এক নবাগত ফুটবলারের গল্প—যিনি একসময় জীবিকা নির্বাহ করতে রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করতেন বিস্কুট!
২১ বছর বয়সী ডিফেন্ডার লাউতারো রিভেরোর জীবনকাহিনি যেন সিনেমার মতোই অনুপ্রেরণাদায়ক। রাস্তায় বিস্কুট বিক্রি করা থেকে শুরু করে কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন রিভার প্লেটে, আর সেখান থেকে এখন জায়গা মিলেছে লিওনেল মেসির জাতীয় দলে। এক দশকের মধ্যে তার জীবনের এই নাটকীয় বদল ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
🔹 আর্জেন্টিনার অক্টোবর সূচি:
আর্জেন্টিনা ১১ অক্টোবর মুখোমুখি হবে ভেনেজুয়েলার, আর ১৪ অক্টোবর খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। যেহেতু ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকায়, তাই প্রস্তুতির অংশ হিসেবে এই দুটি ম্যাচও সেখানেই খেলবে তারা—স্থানীয় আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে ধারণা নিতে।
তবে দলে থাকলেও মেসি ও ডি পলের খেলা অনিশ্চিত। কারণ ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই দুই তারকাকে ঘিরে তাই সংশয় প্রকাশ করেছেন সহকারী কোচ হাভিয়ের মাসচেরানো, যিনি জানিয়েছেন, “এটি নিয়ে আলোচনা চলছে। সময়মতো সিদ্ধান্ত জানানো হবে। যেহেতু প্রীতি ম্যাচ, তাই ক্লাবের প্রয়োজন হলে তারা হয়ত প্রথম ম্যাচে বিশ্রামে থাকবেন।”
অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ, যিনি শেষ বিশ্বকাপ বাছাইপর্বে ছিলেন না। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন আরও দুই ফুটবলার—অ্যানিবাল মরেনো ও গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস