খেলা

এশিয়া কাপে ভারতের আচরণে বিতর্ক, ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন দাবি!

Sports Reporter

Sports Reporter

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে ভারতের আচরণে বিতর্ক, ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন দাবি!
ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও এবারের এশিয়া কাপে ভারতের আচরণে সেই ধারণা নিয়ে উঠেছে প্রশ্ন। পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো, কথা না বলা, এমনকি ফাইনালের আগে ফটোসেশনে অনুপস্থিত থাকার মতো একাধিক দৃষ্টিকটু ঘটনায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা।
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে নবম এশিয়া কাপের শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই দেখা দেয় সবচেয়ে বড় নাটক। এসিসি প্রেসিডেন্ট পাকিস্তানি মহসীন নাকভির হাত থেকে ট্রফি বা পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় খেলোয়াড়রা। ঘণ্টাব্যাপী অচলাবস্থার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকেই বেশিরভাগ খেলোয়াড় পুরস্কার নেন।
তবে ট্রফি গ্রহণের ক্ষেত্রে অনড় ছিল ভারত। নাকভি ট্রফি দেওয়ার চেষ্টা করলেও ভারতীয়রা তা নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাকভি। ধারাভাষ্যকার ঘোষণা দেন— “ভারত যেহেতু ট্রফি নিচ্ছে না, এখানেই শেষ হচ্ছে অনুষ্ঠান।”
পরবর্তীতে দেখা যায়, ট্রফি ছাড়াই ভারতীয়রা উদযাপন করছে নিজেদের চ্যাম্পিয়নশিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ছবি প্রকাশ করে তার সঙ্গে ট্রফির ইমোজি জুড়ে দিয়ে যেন তারা বিষয়টিকে আরও বিদ্রূপাত্মক করে তোলে।
খেলা শেষে ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা মন্তব্য করেন, “পুরো টুর্নামেন্ট অসাধারণ হয়েছে, তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতই হয়নি।”
অন্যদিকে এসিসি প্রেসিডেন্ট নাকভি পাল্টা দাবি করেছেন, “আমাদের কাছেই ট্রফি আছে, কারণ আমরাই আসল চ্যাম্পিয়ন। যদি ভারত বলে তারা জিতেছে, তবে জিজ্ঞেস করুন তাদের ট্রফি কোথায়!”
এশিয়া কাপের এই অঘটন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে জায়গা করে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।