খেলা

শিকাগোর ঝড়ে উড়ে গেল মেসির ইন্টার মায়ামি, শিরোপা দৌড় প্রায় শেষ

Sports Reporter

Sports Reporter

বুধবার, ১ অক্টোবর, ২০২৫
শিকাগোর ঝড়ে উড়ে গেল মেসির ইন্টার মায়ামি, শিরোপা দৌড় প্রায় শেষ
রের মাঠে দারুণ এক সুযোগ ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে। সাপোর্টারস শিল্ডের লড়াইয়ে টিকে থাকতে দরকার ছিল জয়। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। ৮ গোলের রোমাঞ্চকর থ্রিলারে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শিকাগো। মাত্র ১১ মিনিটেই দাভিলার গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩১ মিনিটে ডিন ও ৪৩ মিনিটে রমিনিগ কউনামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। যদিও ৩৯ মিনিটে আভিলেস একটি গোল শোধ দেন মায়ামির হয়ে।
দ্বিতীয়ার্ধে ফিরে একাই দলকে ম্যাচে ফেরান লুইস সুয়ারেজ। ৫৭ মিনিটে একটি ও ৭৪ মিনিটে আরও একটি গোল করে ম্যাচে সমতা আনেন তিনি—৩-৩। তখন মনে হচ্ছিল, ইন্টার মায়ামি হয়তো দুর্দান্ত এক কামব্যাক করবে।
কিন্তু গল্প বদলে যায় মুহূর্তেই। মাত্র ৩ মিনিটের ব্যবধানে শিকাগো আবারও ছিনিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। ৮০ মিনিটে রেনল্ডস ও ৮৩ মিনিটে গুতিয়েরেজ গোল করে নিশ্চিত করেন মায়ামির বড় হার।
ম্যাচে লিওনেল মেসি ১০টি শট নিলেও, একটিও জালে জড়াতে পারেননি। একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দিনটি তার ও দলের জন্য একেবারেই ভুলে যাওয়ার মতো।
এই হারের ফলে লিগ শিরোপার দৌড় থেকেও কার্যত ছিটকে গেছে ইন্টার মায়ামি। বর্তমানে ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে প্রায় ছুঁয়েই ফেলেছে শিরোপা। তাদের হাতে এখন রয়েছে পরবর্তী দুই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ।
সাপোর্টারস শিল্ডের স্বপ্ন যেন সময়ের আগেই শেষ হয়ে গেল মেসিদের জন্য।