অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো আর্জেন্টিনা। টুর্নামেন্টে এবার তারা প্রতিপক্ষের জালে গুণে গুণে জড়িয়েছে এক হালি গোল।
ম্যাচের শুরুতেই ঝড় তোলে আর্জেন্টিনা। মাত্র ৩ মিনিটের মাথায় গোল করেন স্যারকো। ডিল্যান গরোসিতোর লম্বা পাস পেয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে ডিফেন্ডার কাটিয়ে বা-পায়ের শটে জালের ঠিকানা খুঁজে পান আর্জেন্টাইন নাম্বার নাইন। এই নিয়ে তার গোল হলো ৩টি, যা তাকে নিয়ে গেছে টপ স্কোরারের তালিকার শীর্ষে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন থমাস পেরেজ। মাহের কারিজোর নিখুঁত পাস থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ড্যানিয়েলের গোলে ব্যবধান কমিয়ে আনে ক্যাঙ্গারুরা (২-১)।
তবে অতিরিক্ত সময়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। মিল্টণ দেলগাদোর পাস থেকে গোলকিপারকে ফাঁকি দিয়ে ইয়ান সুবিয়াব্রে করেন তৃতীয় গোল। এরপর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার এক দারুণ শটে স্কোরলাইন ৪-১ এ নিয়ে যান সান্তিনো ভ্যালেন্সিয়া।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ডি থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৫ তারিখে ইতালির বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে তারা। দুই ম্যাচেই জয় পাওয়া দলটি ইতিমধ্যেই বার্তা দিয়েছে— ভবিষ্যতের মেসি কিংবা আলভারেজ হওয়ার পথে তারা সঠিক দিকেই এগোচ্ছে।