খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও জেগে উঠলো আশা! সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে এখন বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

মাহবুবুর রহমান সাব্বির (ক্রীড়া সাংবাদিক)

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও জেগে উঠলো আশা! সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে এখন বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

 আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পর ফিকে হয়ে যাওয়া স্বপ্নে নতুন আলো জ্বালালো টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ জয়। এবার যদি হোয়াইটওয়াশ করা যায়, তবে সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পাকা! আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পরই যেন সব আশা ম্লান হয়ে গিয়েছিল। সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তখন প্রায় শূন্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ!
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। তবে ছোট লক্ষ্যটা রক্ষা করে নেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন, যিনি অবিশ্বাস্য বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে এনে দেন ৭৪ রানের দারুণ জয়।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ, আর খুলে গেছে বিশ্বকাপে সরাসরি খেলার দরজা।

ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১০ নম্বরে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৫, আর ক্যারিবিয়ানদের কমে ৭৯।
এই ব্যবধান কমলেও সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এখন দরকার পুরো সিরিজ জয়, বরং তার চেয়েও বেশি — একটি হোয়াইটওয়াশ। যদি বাংলাদেশ ৩-০ এ জেতে
  • বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৭৮
  • ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭৬
      ফলে র‍্যাংকিংয়ে এক ধাপ ওপরে উঠে ৯ নম্বরে যাবে বাংলাদেশ
      সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে মেহেদি মিরাজের দল
 যদি ২-১ এ জয় পায়
  • বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৬
  • ওয়েস্ট ইন্ডিজের থাকবে ৭৯
      বাংলাদেশ তখনও থাকবে ১০ নম্বরেই, অর্থাৎ আবারও খেলতে হবে কোয়ালিফিকেশন রাউন্ডে।
 সরাসরি বিশ্বকাপে যাওয়ার নিয়ম
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকিদের লড়তে হবে কোয়ালিফায়ার রাউন্ডে।
তাই এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য— ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা।
শেষ কথা:
প্রথম ম্যাচের পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। রিশাদ, মিরাজ, তানজিদরা দেখিয়েছেন ঘুরে দাঁড়ানোর বার্তা। যদি বাকি দুই ম্যাচেও একই ছন্দে খেলে যায় দল, তাহলে ২০২৭ বিশ্বকাপের টিকিট এবার হয়তো মিরপুর থেকেই কেটে ফেলবে টাইগাররা!