খেলা

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করল লিগা পর্তুগাল

Sports Reporter

Sports Reporter

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করল লিগা পর্তুগাল
ফুটবল বিশ্বে চিরকালই চলে এসেছে মেসি বনাম রোনালদো বিতর্ক। বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা মানতে ফিফা থেকে শুরু করে ইএসপিএন, গোল ডট কম, ওয়ান ফুটবল, গিভ মি স্পোর্টস এমনকি স্পেনের জনপ্রিয় দৈনিক মার্কা পর্যন্ত মেসির পক্ষেই রায় দিয়েছে। অথচ, এবার নিজের দেশ থেকেই সর্বকালের সেরা স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ ঘোষণা করেছে লিগা পর্তুগাল।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন—
 “এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মান। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সতীর্থদের, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই কোচদেরও, আর ধন্যবাদ সবাইকে যারা আমাকে সবসময় উন্নতির পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।”
রোনালদোর পুরো ক্যারিয়ার যেন “Create your own happiness” দর্শনের প্রতিফলন। মাঠে কিংবা মাঠের বাইরে, নিজের প্রতি অগাধ বিশ্বাসই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—“মানুষ কি বলল তা আমি ভাবি না, আমার মতে আমিই সেরা খেলোয়াড়।” সমালোচনার জবাব তিনি দিয়েছেন গোল আর ট্রফি দিয়ে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপসেরা ক্লাবগুলোর হয়ে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, প্রতিটি ক্লাবের হয়েই করেছেন শতাধিক গোল। চ্যাম্পিয়নস লিগে গড়েছেন একের পর এক রেকর্ড। জাতীয় দলের হয়েও তিনি সমান উজ্জ্বল—পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল, যা ফুটবলের ইতিহাসে প্রায় অপ্রতিরোধ্য রেকর্ড হিসেবেই বিবেচিত হচ্ছে।