খেলা

নতুন মেসি” থেকে উপেক্ষিত—পাওলো দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ার কি তবে এখানেই শেষ?

Sports Reporter

Sports Reporter

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
নতুন মেসি” থেকে উপেক্ষিত—পাওলো দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ার কি তবে এখানেই শেষ?
এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দুটি ম্যাচই একপ্রকার অর্থহীন, কারণ আর্জেন্টিনা আগেই কোয়ালিফাই করেছে।
তবু স্কোয়াডে জায়গা পাননি দিবালা।

আর এখানেই প্রশ্নটা আরও স্পষ্ট হয়ে ওঠে—“অগুরুত্বপূর্ণ ম্যাচেও যেখানে তাকে জায়গা দেওয়া হলো না, সেখানে কি আগামী বছর বিশ্বকাপে দেখা যাবে তাকে?” সম্ভাবনা বলছে—না। একেবারেই ক্ষীণ।

 আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর।
 এই দুটি ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে ঠাঁই পেয়েছেন একঝাঁক তরুণ ও পরীক্ষামূলক কিছু নতুন মুখ। 

শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে,
কলম্বিয়া ও চিলির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে করেছিলেন একটি গোল।
কিন্তু তারপর আর কোনো ডাক আসেনি।
এবারের ৩১ সদস্যের বড় স্কোয়াডেও তার নাম না থাকায়,
 ফুটবল মহলে প্রশ্ন উঠেছে—এই তবে শেষ?

এক নজরে তবে চলুন দেখে নেয়া যাক আর্জেন্টিনার প্রাথমিক দল, যেখানে জায়গা হয়নি পাওলো দিবালার। 
গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুই  ও ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডারদের তালিকায় স্কোয়াডে ডাক পেয়েছেন-ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কাস আকুনা,, জুলিও সোলার ও গঞ্জালো মন্টিয়েল।

এদিকে মিডফিল্ডা হিসেবে এঞ্জো ণা থাকলেও, জায়গা করে নেয়া খেলোয়াড়দের তালিকায় আছেন-:
লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা ও অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

এবার আসা যাক আক্রমন ভাগের দিকে, যেখানে আছেন ক্যাপ্টেন লিওনেল মেসি। তার সাথে আরও আছেন হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও হোসে ম্যানুয়েল লোপেজ।